খেলা

স্বপ্নভঙ্গ বিনেশের, পদক পেলেন আমেরিকার প্রতিযোগি

Swapnabhang Binesh, American competitor won the medal

The Truth Of Bengal: গোটা দেশ তাকিয়ে ছিল বিনেশের দিকে। সোনার স্বপ্ন নিয়ে প্যারিসে যাওয়া বিনেশ ফোগাটকে ফিরতে হবে খালি হাতে। স্বপ্ন ভঙ্গ হল বিনেশ ফোগাটের । ফাইনাল পর্যন্ত পৌঁছেও লড়াই ছাড়া খালি হতে ফিরতে হবে তাকে । প্রতিযোগিতার আগে নিয়ম মাফিক বিনেশের ওজন কত রয়েছে তা মাপা হয়। আর সেখানেই জানা যায়,  ভারতীয় প্রতিযোগির ওজন ৫০ কেজির থেকে বেশি রয়েছে। ১০০ গ্রাম বেশি হ্ওয়ার কারণে বাদ পড়লেন বিনেশ। ফলত কোনও পদক তিনি পেলেন না। বিনেশ সাধারণত ৫৩ কেজি ওজন বিভাগে লড়তেন। তবে এই অলিম্পিক্সে তিনি ৫০ কেজি বিভাগে নামার সিদ্ধান্ত নেন। আর এই আবহে ফাইনালের দিন সকালে  বিনেশের ওজন মাপার সময় দেখা যায় ৫০ নয়  তার থেকে ১০০ গ্রাম বেশি রয়েছে তার ওজন ।

যেখানে ৫০ এর  নীচে হওয়া উচিত ছিল ওজন । ওজন বেশি হ্ওয়ার কারণে মেডেলের স্বপ্ন ভেঙে চুরমার হল বিনেশের। ১৪০ কোটি দেশবাসীর স্বপ্ন এক লহমায় ভেঙে গেছে। ঠিক যেন তীরে এসে তরী ডোবার মত ঘটনা ঘটল। তার সোনার স্বপ্ন পূরণ হলনা। পাশাপাশি রূপোর পদক হাতছাড়া ‌হল। কীভাবে ওজন বেড়ে গেল? তিনি  কি নিজের ওজনের দিকে নজর দেননি ? এ  সব প্রশ্ন উঠেছে। এ বিষয়ে অবশ্য জানা গিয়েছে , সারা রাত ঘুমোননি তিনি। প্রতিযোগিতায় লড়তে না পারার কারণে তিনি ভেঙে পড়েছেন। ইতিমধ্যে তার শরীরে জলের ঘাটতি দেখা যায়। সে কারণে হাসপাতালেও  ভর্তি হতে  হয়েছে  বিনেশকে। মঙ্গলবার শুধু সন্ধের সেমিফাইনাল নয় পুরো দিনটাই যেন বিনেশের ছিল । হরিয়ানার অগ্নিকন্যা মঙ্গলবারে যেন জাপানের সুসাকিকে  হারাতে সক্ষম হয়েছিলেন। আর ফাইনালে বিনেশ‌ লড়তেই পারলেন না।

বুধবার সকালেই অবশ্য অলিম্পিক অ্যাসোসিয়েশন অর্থাৎ আইওএ র তরফ থেকে জানানো হয় ‘অত্যন্ত দুঃখের সঙ্গে ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে, কুস্তিতে মহিলাদের ৫০ কেজির ফাইনাল থেকে বিনেশ ফোগাট বাতিল হয়ে গিয়েছে। ভারতীয় দলের পক্ষ থেকে সারা রাত ধরে চেষ্টা করা হয়েছিল বাড়তি ওজন কমানোর। কিন্তু আজ সকালে ৫০ কেজির থেকে কিছু গ্রাম বেশি ওজন হয়েছে ওর। এখনই ভারতীয় দলের পক্ষ থেকে এর বেশি কিছু জানানো হবে না।’’
এদিকে ফাইনালে আমেরিকার সারাহ হিল্ডেব্রান্টের বিরুদ্ধে যেহেতু ম্যাচ  খেলতে পারলেন না  বিনেশ সেহেতু নিয়ম অনুযায়ী আমেরিকার প্রতিদ্বন্দ্বী ম্যাচ না খেলেই পেলেন সোনা।

Related Articles