খেলা

বিশ্বজয়ীদের জন্য বিশেষ বিমান, এয়ার ইন্ডিয়াকে নোটিশ ডিজিসিএ-র

Special flight for world winners

The Truth of Bengal: এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দেশে পৌঁছেছে বিশ্বকাপ জয়ী ভারতীয় দল। কেন সাধারন যাত্রীদের উপেক্ষা করে রোহিত বাহিনীদের দেশে ফেরানোর ব্যবস্থা করল বিসিসিআই।অভিযোগ পেতেই নড়েচড়ে বসলো কেন্দ্র। এয়ার ইন্ডিয়াকে নোটিশ পাঠানো হয়েছে ডিজিসিএর তরফে। বিশ্বকাপ জয়ীদের দেশে ফেরাতে বিশেষ বিমানের ব্যবস্থা bcci এর। সাধারণ যাত্রীদের উপেক্ষা করে রোহিত বাহিনীদের দেশে ফেরানোর জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করায় হয়রানির অভিযোগ যাত্রীদের। অভিযোগ পেতেই নড়েচড়ে বসলো কেন্দ্র। এয়ার ইন্ডিয়াকে নোটিশ পাঠানো হয়েছে ডিজিসিএর তরফে।

সূত্রের খবর ওই নোটিশে জানতে চাওয়া হয়েছে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের জন্য বিকল্প কোন ব্যবস্থা না করে কেন সাধারণ যাত্রীবাহী বিমানে পাঠানো হলো তাদের। যাত্রীদের কোন অসুবিধা হয়েছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে ওই নোটিশে। বিশ্বকাপ জয়ের পর হারিকেন বেরিলে র পর টিম ইন্ডিয়াকে দেশে ফেরাতে বারবার পরিকল্পনার বদল আনতে হয়। গত শনিবার বিশ্বকাপ জয়ের পর টানা দুদিন আটকে থাকতে হয় রোহিত বাহিনীদের। পরিস্থিতি খারাপ হওয়ায় বন্ধ হয়ে যায় বিমানবন্দর। জারি হয় কারফিউ।

পরিস্থিতি জটিল হওয়ায় ভারতীয় দলকে দেখে ফেরাতে বিশেষ ব্যবস্থা করেন বোর্ড সচিব জয় শাহ। কথা বলেন এয়ার ইন্ডিয়ার সঙ্গে। এয়ার ইন্ডিয়ার ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি ভারতে কোন বিমান পরিষেবা নেই। তাই সেখান থেকে সরাসরি বিমানের ব্যবস্থা করা সম্ভব হয়নি। প্রথমে আমেরিকার নিউ জার্সির নেয়ার্ক থেকে ভারতীয় দলের দেশে ফেরার কথা থাকলেও।  বারবাডোজ থেকে এআইসি24wc বিমানে চেপে বৃহস্পতি দেশে পৌঁছন ভারতীয় দল।

Related Articles