পুরুষদের আন্তঃরেল ভলিবলে চ্যাম্পিয়ন দক্ষিণ-পূর্ব রেলওয়ে
South Eastern Railway wins men's inter-rail volleyball championship

Truth Of Bengal: পূর্ব রেলের পরিচালনায় চলতি বছরে অনুষ্ঠিত হয়েছিল পুরুষদের আন্তঃরেল ভলিবল টুর্নামেন্ট। গত শুক্রবার মাঝেরহাটে পূর্ব- রেলের স্পোর্টস কমপ্লেক্স অ্যাকাডেমিতে এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় আয়োজক রেল দলকে হারিয়ে খেতাব জয় করে চির প্রতিদ্বন্দ্বী দক্ষিণ-পূর্ব রেলওয়ে দল। এবং তৃতীয় স্থান অর্জন দক্ষিণ-মধ্য রেলওয়ে দল।
এই টুর্নামেন্টে সারা দেশের রেলের ২০টি দল অংশগ্রহণ করেছিল। মোট প্রতিযোগীর সংখ্যা ছিল ২৯২ জন। পাঁচটি করে দল নিয়ে মোট চারটি গ্রুপে ভাগ করে লিগ-কাম নকআউট পর্যায়ে খেলাগুলি অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার সুমিত সরকার। ফাইনালে বিজয়ী এবং বিজীত দুই দলের খেলোয়াড়দের হাতে পুরস্কারও তুলে দেন তিনি।
এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ অ্যাডমেনিস্ট্রেটিভ অফিসার সার্তকী নাথ। তিনি বলেন, এই টুর্নামেন্টে প্রতিটি দলের খেলোয়াড়রাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। যা অত্যন্ত ইতিবাচক একটা দিক। খেলোয়াড়দের মধ্যে স্পোর্টসম্যান স্পিরিটেরও প্রশংসা করলেন অ্যাডেমেনিস্ট্রেটিভ অফিসার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পূর্ব রেলের খেলোয়াড় শেখ সারিফ।