খেলা

ফের চোট শামির, অস্ট্রেলিয়া সফরেও অনিশ্চিত

Shamir injured again, also uncertain about Australia tour

Truth Of Bengal : এক চোট সারতে না সারতেই আরেক চোটে কাঁবু শামি । আর সে কারণে তার পক্ষে অস্ট্রেলিয়া সফরে  ফেরা সম্ভব নয় বলেই জানালেন রোহিত শর্মা। এবার তার হাঁটুতে চোট। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপের সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন শামি সেই চোটে এখনও ভুগছেন  তিনি। এখনো সেই চোট তার সারেনি। আর তার মাঝেই নতুন করে হাঁটুর চোট । হাঁটু ফুলে রয়েছে শামির । এবিষয়ে রোহিত বলেন  “ পুরোপুরি চোট না সারলে শামিকে অস্ট্রেলিয়া নিয়ে যেতে রাজি নই আমরা। দেখা যাক কী হয়।” এর আগে ২০২৩ সালের বিশ্বকাপে চোট পেয়েছিলেন মহম্মদ শামি। বিশ্বকাপ ফাইনালের পর আর কোনো ম্যাচ খেলেননি শামি।

তার অস্ত্রোপচারও হয়েছে এবং এখন যখন মাঠে ফেরার সময় এসেছে, তখন আবারও চোট পেয়েছেন বলে খবর । এখন এনসিএ-তে চিকিৎসক ও ফিজিওর সঙ্গে রয়েছেন শামি। সমর্থকেরা দীর্ঘদিন ধরেই স্বামীকে দলের দেখার জন্য অপেক্ষা করছেন। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ফিরবেন বলে শুনে গিয়েছিল। পরে মনে করা হয়েছিল রঞ্জি ট্রফিতে অংশগ্রহণের মাধ্যমে ফিটনেস পরীক্ষা হবে তার এবং নিউজিল্যান্ড সফরে থাকবেন। কিন্তু বাংলার বোলারকে চোটের কারণে আর পাওয়া যায়নি। কবে তার হাঁটু সারবে বা কবে সুস্থ হবে তার জানা না গেলেও শামি এখনো এ বিষয়ে কিছু জানাননি।

Related Articles