খেলা

Sai Sudharsan: অধিনায়ক হিসেবে গিলকে দরাজ সার্টিফিকেট সুদর্শনের

Truth of Bengal: নিজের অভিষেক টেস্টে দাগ না কাটতে পারলেও দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে বেশ ভালো ব্যাটিং করেছেন গত আইপিএলের অরেঞ্জ ক্যাপ হোল্ডার সাই সুদর্শন (Sai Sudharsan)। ১৫১ বলে ৬১ রান করে তিনি ফিরে যান প্যাভিলিয়নে। তাঁর এই ধৈর্যশীল ইনিংসে ছিল মাত্র ৭টি বাউন্ডারি। যেভাবে এক প্রান্ত থেকে তিনি ক্রিজ আঁকড়ে পড়েছিলেন, তার প্রশংসা করেছেন সকলে। এক কথায় বলতে গেলে, তাঁর ব্যাটিং মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা, সবাইকেই।

[আরও পড়ুনঃ Bengal Weather: ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ধাক্কা! দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা]

প্রথম দিনের খেলা শেষে প্রেস কনফারেন্সে বসেন সুদর্শন এবং ভুয়সী প্রশংসা করেন দলের অধিনায়ক শুভমান গিলের। অধিনায়ক হিসেবে গিল কতটা খেয়াল রাখেন তাঁর সতীর্থদের, সেই ব্যাপারটি তুলে ধরার পাশাপাশি তাঁদের মধ্যে কি কথাবার্তা হয়েছিল, সেগুলিও জানান। বলা ভালো, দলের নয়া টেস্ট অধিনায়ককে তিনি দরাজ সার্টিফিকেট দেন।(Sai Sudharsan)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

সুদর্শন (Sai Sudharsan) বলেন, “শুভি খুবই যোগাযোগপ্রিয়। একজন অধিনায়ক হিসেবে ও নিজেকে বেশ ভালই এক্সপ্রেস করতে পারে। ও সকলকেই বলে ও তাদের থেকে কি আশা করছে। কার কোনটা ভালো, সেটাও শুভি তুলে ধরে।” এরপরই দুজনের মধ্যে কথাবার্তার প্রসঙ্গে জানান সুদর্শন। তিনি বলেন, “প্রথম ম্যাচের পর ওর সঙ্গে কথা হয়। ও আমাকে পরিষ্কার চিত্রটা দেখায়।” প্রসঙ্গত, প্রথম দিনের খেলা শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ২৬৪। ক্রিজে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর।

Related Articles