
Truth Of Bengal: মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সম্মানসূচক সদস্যপদ দেওয়া হল প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও ক্রিকেটার শচীন তেন্ডুলকরকে। শচীনকে এই সদস্যপদ দেওয়ার ঘোষণা শুক্রবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা করেছেন মেলবোর্ন ক্রিকেট ক্লাব কর্তৃপক্ষ।
এই প্রসঙ্গে এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব ক্রিকেটের একজন আইকন হলেন শচীন তেন্ডুলকর। ক্রিকেটের মঞ্চে তাঁর অসমান্য কৃতিত্বের জন্য তাঁকে এই সম্মাননা প্রদান করা হল।
উল্লেখ্য, এমসিসি ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। অস্ট্রেলিয়ার ইতিহাসে ক্রীড়াজগতের প্রাচীন ক্লাবগুলির মধ্যে এই ক্লাব হল অন্যতম। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ব্যবস্থাপনা থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ সবই করে থাকে এমসিজি।
প্রসঙ্গত, শচীন মেলবোর্ন ক্রিকেট পাঁচটি টেস্ট ও সাতটি একদিনের ম্যাচ খেলেছিলেন। তার মধ্যে একটি সেঞ্চুরি সহ পাঁচটি হাফ সেঞ্চুরিও রয়েছে শচীনের দখলে। এমনকি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সর্বোচ্চ রানের রেকর্ডও রয়েছে শচীনের ঝুলিতে। এই মাঠে শচীনের মোট রান ৪৪৯।
অবশ্য শচীনের এমসিজি-র মতো বিখ্যাত ক্লাবের সদস্যপদ পাওয়া এই প্রথম নয়, এর আগেও ২০১২ সালে অস্ট্রেলিয়ার আর এক অন্যতম সিডনি ক্রিকেট ক্লাবের পক্ষ থেকেও তাঁকে আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার পাশাপাশি ইংল্যান্ডের ক্লাব ইয়র্কশায়ারের পক্ষ থেকেও সদস্যপদ পেয়েছেন শচীন। এমনকি ক্রিকেটের আইন প্রণয়ন সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের পক্ষ থেকেও সদস্যপদ পেয়েছিলেন শচীন।