খেলা

বাড়ছে চুক্তির মেয়াদ, সঙ্গে আল নাসেরের মালিকানাও হবেন রোনাল্ডো: সূত্র

Ronaldo will become owner of Al Nasser as contract term increases: Source

Truth Of Bengal: আগামী মরশুমে তিনি সৌদির ক্লাব আল-নাসেরে থাকবেন কি না তা নিয়ে জল্পনা চলছে বেশ কয়েকদিন ধরেই। এরপরই এক সংবাদপত্র সূত্রে খবর, সিআর সেভেনকে আগামী মরশুমে দলে রেখে দেওয়ার জন্য নাকি বিরাট টাকার পাশাপাশি দেওয়া হয়েছে অবিশ্বাস্য প্রস্তাব। যা দেখে প্রথমে কিছুটা হতচকিয়ে যান পর্তুগিজ তারকা। এমনকি পরবর্তীতে আল নাসের কর্তৃপক্ষের দেওয়া সেই প্রস্তাব ফেরাতে পারেননি তিনি।

ওই সংবাদ সংস্থা সূত্রে আরও জানা গিয়েছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শুধু আল নাসের থেকে বিরাট অর্থের পাশাপাশি ক্লাবের আংশিক মালিকানার সত্ত্বও পাচ্ছেন বলে দাবি করা হয়েছে। কাজেই তাঁর সঙ্গে আল-নাসেরের এই চুক্তিকে ‘এই শতকের সেরা চুক্তিও’ বলে বর্ণনা করা হয়েছে।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, আল নাসেরের মালিকানা সত্ত্বের ৫ শতাংশ শেয়ার দেওয়া হচ্ছে রোনাল্ডোকে। কেননা এর আগে রোনাল্ডো ম্যান-ইউ, জুভেন্টাসের হয়েও খেলেছেন। বর্তমানে আল নাসেরের হয়ে তাঁর পারফরম্যান্সের নিরিখেই তাঁকে এইরকম প্রস্তাব দেওয়ার কথা চিন্তা করেছেন আল নাসের কর্তৃপক্ষ। এখন দেখার শেষ পর্যন্ত আল নাসেরের এই প্রস্তাবে পর্তুগিজ তারকা সাড়া দেন কি না!

Related Articles