খেলা

৩৯-এও গোলের রাজা রোনালদোই!

The Truth Of Bengal Desk: ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে বয়স ৩৯ কিন্তু তাঁর কাছে কেবল একটা সংখ্যাই মাত্র । সৌদি প্রো লিগে আবহার বিপক্ষে ৮-০ গোলে জিতেছে আল নাসর। এ ম্যাচে ৪২ মিনিটের মধ্যে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন পর্তুগিজ ফরওয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। এরই সাথে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করলেন। দুটি অ্যাসিস্ট করেন তিনি ।

রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্স, তার পরিসংখ্যানে নতুন করে পরিবর্তন নিয়ে এসেছেন। পেশাদার ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলসংখ্যা ৮৮৫। বর্তমানে রোনালদোর গোলসংখ্যাই সর্বোচ্চ। । ৮২৬ গোল নিয়ে এ তালিকায় ঠিক দ্বিতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি। ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারে মোট হ্যাটট্রিক করছেন ৬৫ টি। মেসির ক্যারিয়ারে হ্যাটট্রিকসংখ্যা ৫৭টি। রোনালদো ৫৫টি হ্যাটট্রিক করেছেন ক্লাব ফুটবলে, বাকি ১০টি হ্যাটট্রিক করেছেন জাতীয় দলের হয়ে। ক্লাব ফুটবলে মেসির হ্যাটট্রিক সংখ্যা ৪৮টি। যার মধ্যে ৯টি হ্যাটট্রিক করেছেন আর্জেন্টিনার হয়ে। ফ্রি কিকে তাঁর চেয়ে বেশি গোল মেসির—৬৫। রোনালদোর গোল সংখ্যা ৬৩ টি।

চতুর্থবারের মতো এক ম্যাচে ফ্রি কিক-এ জোড়া গোল করলেন রোনালদো।  তিনটি গোলই করেছেন বক্সের বাইরে থেকে নেওয়া শটে। এর সাথেই সপ্তমবার মতো টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করলেন রোনালদো। কোনো ম্যাচের প্রথমার্ধে এই নিয়ে তাঁর হ্যাটট্রিক সংখ্যা সপ্তমবার।

Related Articles