খেলা

সুপার কাপের ফাইনালে বার্সেলোনাকে ৪-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদ

Real Madrid beat Barcelona 4-1 in the Super Cup final

The Truth of Bengal : আল নাসেরের ঘরের মাঠে ৪-১ গোলে বার্সাকে হারালো রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এদিন যেন  সুপার পারফরমেন্স করেছেন নেইমারের সতীর্থ ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যেই ভিনিসিরিয়াস জুনিয়র গোল করেন। জানা গেছে, এদিনের এই ম্যাচ দেখার জন্য উপস্থিত ছিলেন রোনাল্ডো নিজে|রোনাল্ডোর জার্সির সংখ্যা ৭ অপরদিকে ভিনিসিয়াস যে জার্সি পড়েছিলেন সেই জার্সির সংখ্যাও ৭।

রোনাল্ডোর এই সাত নম্বর জার্সি পরে এই সাত নম্বরের ম্যাচ দেখলেন বলে জানা গেছে। রোনাল্ডো মাঠে নামলেই গোলের পর গোল করে দলকে জেতানোর চেষ্টা করেন। সেই ভাবেই এদিন গোল করলেন ভিনিসিয়াস যা দেখে উচ্ছ্বাসিত হয়েছিলেন রোনাল্ডো নিজে এমনটাই জানা গেছে। এই ম্যাচের পর সমর্থকদের একটাই বক্তব্য এই সাত নাম্বার জার্সি আসলে ‘লাকি’। যার জার্সির সংখ্যা ৭ সেই গোল করে।

রোনাল্ডো গোলের যেমন নজির গড়েন তেমন্ই নজির গড়ে একের পর এক গোল করেন নেইমারের সতীর্থ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৪-১ ব্যবধানে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ম্যাচের পর মাদ্রিদের দর্শকদের উচ্ছ্বাস দেখা গেছে। তারা বেশ খুশি কারণ বার্সা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী। এদিন এক গোল শোধ করতে পারলেও বাকি তিনটি গোল শোধ করতে পারেনি বার্সা। শত চেষ্টা করেও ব্যর্থ তারা। উপরন্তু গোল হজম করতে হয়।

 

FREE ACCESS

Related Articles