খেলা

১৪ বছরের কেরিয়ারে ইতি! অবসর ঘোষণা করলেন রবিচন্দ্রন অশ্বিন

Ravichandran Ashwin announces retirement after 14-year career

Truth Of Bengal: ভারতের কিংবদন্তি অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৪ বছরের দীর্ঘ এবং স্মরণীয় কেরিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিলেন ভারতের এই তারকা স্পিনার, যিনি এক দশকেরও বেশি সময় ধরে ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য স্পিনার হিসেবে রাজত্ব করেছেন। ব্রিসবেনের গাব্বায় খেলা তৃতীয় বর্ডার-গাভাস্কার ট্রফি ম্যাচটি বৃষ্টির কারণে ড্র হওয়ার পর তিনি এই ঘোষণা দেন।

ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে পোস্ট-ম্যাচ সংবাদ সম্মেলনে এসে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন অশ্বিন। এই ঘোষণায় ভেঙে পড়েছে লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমী।

সংবাদ সম্মেলনের আগে, প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে এক আবেগঘন আলাপে দেখা যায় অশ্বিনকে। কোহলিকে আলিঙ্গন করে তার চোখে জল দেখা গিয়েছিল, যা ক্রিকেটপ্রেমীদের ইঙ্গিত দেয় যে অবসরের অনিবার্যতা হয়তো সময়ের আগেই এসে গেছে।

পোস্ট-ম্যাচ সংবাদ সম্মেলনে অশ্বিন বলেন, “এটাই আমার শেষ বছর আন্তর্জাতিক ক্রিকেটে। আমি ক্লাব ক্রিকেট খেলব। প্রচুর মজা করেছি। অনেকের প্রতি কৃতজ্ঞ— বিসিসিআই, সতীর্থরা, পরিবার, অস্ট্রেলিয়ান দল।”

অশ্বিনের কিংবদন্তি কেরিয়ার
ভারতের হয়ে অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবেন অশ্বিন। আন্তর্জাতিক ক্রিকেটে তার ঝুলিতে রয়েছে ৭৬৫টি উইকেট, যা তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে প্রতিষ্ঠিত করেছে অনিল কুম্বলের পরে।

টেস্টে তার উইকেট সংখ্যা ৫৩৭, ওডিআইতে ১৫৬, আর টি২০আই-তে ৭২। শুধু বল হাতেই নয়, ব্যাট হাতে তিনি করেছেন ৪৩৯৪ রান, যার মধ্যে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ১৫টি ফিফটি।

অশ্বিনের এই পরিসংখ্যান তার অসাধারণ অবদানের এক ক্ষুদ্র উদাহরণ মাত্র। ভারতীয় ক্রিকেটে তার ভূমিকা সবসময় স্মরণীয় হয়ে থাকবে এবং তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়।

Related Articles