খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সঞ্জুর বাদের নেপথ্যে রয়েছে রাজনীতি, বললেন শশী

Politics behind Sanjur Badal's absence in Champions Trophy, says Shashi

Truth Of Bengal: আগামী মাসে হাইব্রিড মডেল মেনে অনুষ্ঠিত হবে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সেই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। কিন্তু সেই দলে স্থান পাননি উইকেটরক্ষক কাম ব্যাটার সঞ্জু স্যামসন। এবার সঞ্জুর বাদ পড়া নিয়ে মুখ খুললেন সাংসদ শশী থারুর। এবং আক্রমণের নিশানা করলেন কেরল ক্রিকেট সংস্থাকে।

এই প্রসঙ্গে থারুর জানান, ‘সঞ্জুর জাতীয় দল থেকে বাদ পড়ার পিছনে দায়ী হচ্ছে কেরল ক্রিকেট সংস্থার কর্তাদের মধ্যে ইগোর লড়াই। কেরল ক্রিকেট সংস্থার অবস্থা কতটা খারাপ তা সঞ্জুর বাদ পড়া ফের একবার প্রমাণ করে দিল। সঞ্জু ঘরোয়া টুর্নামেন্টে কেরলের হয়ে খেলতে পারবেন না বলে চিঠি দিয়ে জানিয়েছিল কেরল ক্রিকেট সংস্থার কর্তাদের। কিন্তু তা সত্ত্বেও সঞ্জুর মতো ক্রিকেটারদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলে জায়গা হল না।’

কেরলের সাংসদ এখানেই থেমে না থেকে আরও বলেন, ‘বিজয় হাজারেতে সঞ্জুর সংগ্রহ ২১২, একদিনের ক্রিকেটে যাঁর ব্যাটিং গড় ৫৬.৬। দুঃখের বিষয় ক্রিকেট কর্তাদের মধ্যে অন্তঃকলহের মাঝখানে পড়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হল না সঞ্জুর। এর থেকে দুঃখের বিষয় আর কিছু হতে পারে বলে আমার জানা নেই।’ এরপর উদাহরণ টেনে এনে থারুর বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে, তাতে দুইজন উইকেটরক্ষক কাম ব্যাটার নেওয়া হয়েছে। এঁরা হলেন ঋষভ পন্থ ও কেএল রাহুল। অথচ এঁদের থেকে সাদা বলের ক্রিকেটে পারফরম্যান্স ভাল থাকা সত্ত্বেও বাদ পড়তে হয়েছে সঞ্জুকে। দক্ষিণ আফ্রিকার টি-২০ তে জোড়া সেঞ্চুরিও রয়েছে সঞ্জুর ঝুলিতে। তারপরও তাঁকে বাদ দেওয়া হল। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।’ এমনকি নিজের এই ক্ষোভের কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও জানিয়েছেন শশী থারুর।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সঞ্জুর বাদ পড়া প্রসঙ্গে কেরল ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট জয়েশ জর্জ জানান, ‘সঞ্জু বিজয় হাজারে ট্রফিতে খেলতে পারবে না বলেই ওঁকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ দেওয়া হয়েছে কি না, তা আমি বলতে পারব না। কিন্তু সঞ্জু বিজয় হাজারে টুর্নামেন্ট খেলতে পারবে না বলে যে কাজটা করেছে তা মানা যায় না। কেননা, এই টুর্নামেন্টে খেলতে পারবে না বলেই জানিয়েছিল। আমরা আমাদের রাজ্যের অধিনায়ক করে বিজয় হাজারেতে দল সাজিয়েছিলাম। কিন্তু আচমকা ওঁর এই সিদ্ধান্তে আমরাও খানকিটা হলেও অসুবিধার মধ্যে পড়লাম।’

তবে সঞ্জুকে নিয়ে বিতর্ক এখানেই শেষ হচ্ছে না। সঞ্জুর ঘনিষ্ঠ মহলের দাবি, ‘সঞ্জু বিজয় ট্রফিতে খেলতে চাননি, তা একেবারেই ঠিক নয়। সঞ্জু বিজয় হাজারে টুর্নামেন্টের ম্যাচের আগে রাজ্য দলের অনুশীলনে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছিলেন কেরল ক্রিকেট সংস্থার কর্তাদের। সেই কারণেই রাজ্য সংস্থার কর্তাদের রোষাণলে পড়ে এবারের মত চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইংল্যান্ড সিরিজ থেকে বাদ পড়তে হল তাঁকে।’

Related Articles