খেলা
Trending

পাকিস্তান ক্রিকেটে আবার বদল ! খোঁজ চলছে নতুন কোচের

Pakistan cricket Looking for a new coach

The Truth Of Bengal : পাকিস্তান ক্রিকেটে তুমুল ডামাডোলের পর এবার স্থিতিশীল অবস্থায় রয়েছে পিসিবি ।  ওডিআই বিশ্বকাপের হারের পর তুমুল সমালোচনার মুখে পড়েছে পিসিবি। খেলোয়াড়দেরকেও বহু কটাক্ষ হজম করতে হয়েছে। ‌ তার মাঝেই বহু পরিবর্তন হয়েছে । পরিবর্তন হয়ে চলেছে এখনও ।  এবার জাকা আশরফের জায়গায় নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মহসিন নাকভি।   তিনি পদে আসার পরেও পরিবর্তনের ছোঁয়া রয়েছে । এবার পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি  এবার নতুন কোচের খোজ করে চলেছেন । সেকারণে একাজে নিযুক্ত করেছেন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজকে ।

কিছুদিন আগেই  পাক ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছিল   ৪৫ বছর বয়সী নাকভি পাঞ্জাব  প্রদেশের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি । তার পরেই তিনি একের পর এক সিদ্ধান্ত নিয়েই চলেছেন ।  পাক ক্রিকেটে বহু আগে থেকেই চলছে ডামাডোল । বাবর আজম কে অধিনায়কত্বের পদ  থেকে সরিয়ে দেওয়া হয়েছে আগেই।  এই পরিস্থিতিতে এখনো চলছে সেই পরিবর্তন।  সামনের দিকে এগোতে চাইছে পাক বোর্ড ।  গত ম্যাচ গুলোতে হারের পর এবার  পাক বোর্ড চাইছে সামনের ম্যাচ গুলো তে যাতে হারতে না হয় ।

আশানুরূপ ফল চাইছেন বোর্ড কর্তারা। বিশ্বকাপে হারের পর থেকে পিসিবির পরিবেশ একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে। এমত অবস্থায় এর আগেই  পিসিবির  সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দিয়েছিলেন  মিকি আর্থার, গ্রান্ট ব্র্যাডবার্ন এবং অ্যান্ড্রু পুটিক।  বিশ্বকাপে হারের পর থেকে একের পর এক পরিবর্তন হয়ে চলেছে পিসিবিতে । এখনো সমাধান অধরা রয়ে গিয়েছে। সামনের ম্যাচগুলোতে আদৌ জয়লাভ সম্ভব হবে কিনা এই পরিবর্তনে তা স্পষ্ট নয়, তবে ডামাডোল চলছে।  পরিবর্তন অব্যাহত। মহসিন নকভি চাইছেন শুধু কোচ হিসাবেই বিদেশি মুখ চাইছেন না তিনি। পরিবর্তন করতে পারেন নেতৃত্বেও। তবে এই মুহূর্তে একজন ভালো বিদেশি কোচের খোঁজ চলছে বলেই খবর ।

 

FREE ACCESS

Related Articles