খেলা

ডার্বি জিতলেও প্রতিপক্ষের ফুটবলারদের কুর্নিশ জানালেন অস্কার

Oscar praises opponent's players despite winning derby

Truth Of Bengal: শনিবার চলতি আইএসএলের ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল মহমেডানের। সেই ম্যাচে মেহেরাজের দলকে ৩-১ গোলে পরাজিত করেছে লাল-হলুদ ব্রিগেড। ম্যাচ হারলেও মহমেডানের খেলোয়াড়দের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন ইস্টবেঙ্গলের হেডস্যার অস্কার ব্রুজো।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে লাল-হলুদের হেডস্যার বলেন, ‘মহমেডান ফুটবলাররা এই আমাদের বিপক্ষে ম্যাচে হারলেও, ওঁদের লড়াইকে কুর্নিশ জানাতেই হবে। একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে ওঁরা যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও মাঠের মধ্যে ফ্রাঙ্কা, গৌরভ বোরা, রেমসাঙ্গারা যেভাবে লড়াই করছেন, তা প্রশংসার যোগ্য। এই ম্যাচেও ওঁরা জেতার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। যা দেখে আমার খুব ভাল লেগেছে। পরবর্তী ম্যাচের জন্য আমি মহমেডানের ফুটবলারদের আগাম শুভেচ্ছা জানাই।’

এরপর নিজের দলের সম্বন্ধে বলতে গিয়ে ইস্টবেঙ্গল কোচ বলেন, ‘এই ম্যাচে আমাদের রিজার্ভ বেঞ্চের ফুটবলাররাই ম্যাচের ভাগ্য বদলে দিয়েছেন। এতদিন এটাই ঠিকমতো হচ্ছিল না। ডেভিড ও সউল পরিবর্ত হিসাবে নেমেই গোল করল। এটা খুবই ভাল ইঙ্গিত।’

মহমেডান ম্যাচেই প্রথম একাদশে অস্কার নামান তাঁর নবাগত বিদেশি রাফায়েল মেসি বাউলিকে। মেসির খেলা সম্বন্ধে বলতে গিয়ে লাল-হলুদের কোচ জানান, ‘মেসি মহমেডান ম্যাচে যে টুকু সময় মাঠে ছিল, ও চেষ্টা করেছে নিজের সেরাটা দেওয়ার। ও যেভাবে প্রতিপক্ষকে বার বার বিব্রত করার চেষ্টা করছিল। প্রথম ম্যাচে মেসির পারফরম্যান্স আমাকে খুশি করেছে।’

Related Articles