খেলা

আল্লা গাজানফারের পরিবর্ত খুঁজে নিল মুম্বই

Mumbai find a replacement for Alla Ghazanfar

Truth Of Bengal: আসন্ন আইপিএল-এ চোটের কবলে পড়ে মুম্বই দল থেকে ছিটকে গিয়েছিলেন আফগান ক্রিকেটার আল্লা গাজানফার। রবিবার বাণিজ্য নগরীর ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে গাজানফার-এর পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করা হল। এই ক্রিকেটার হলেন গাজানফারের স্বদেশীয়। প্রাক্তন  ক্রিকেটার মুজিবুর রহমান।

এই আফগান ক্রিকেটার আইপিএল-এ নতুন নয়। ২০১৮ সালে মুজিবের আইপিএল-এ আত্মপ্রকাশ ঘটে। সেবার তিনি ছিলেন প্রীতি জিন্টার পঞ্জাব কিংসে। তারপর গত আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের দলে যোগ দেওয়ার কথা থাকলেও, চোটের কারণে তা আর সম্ভব হয়নি। মুজিব আইপিএল ১৯টা ম্যাচ খেলেছেন এবং সমসংখ্যক উইকেটই ঝুলিতে পুড়েছেন তিনি।

এবারের আইপিএল-এর মেগা নিলামে আফগান ক্রিকেটার গাজানফারকে ৪.৮ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল মুম্বই। তাঁকে দলে নেওয়ার জন্য লড়াইয়ে ছিল কেকেআর এবং আরসিবি-ও। কিন্তু তারপরই ঘটল বিপত্তি। জাতীয় দলের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার সময়ই চোট পান গাজানফার। সে কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আইপিএল দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। গাজানফারের পরিবর্ত হিসাবে মুজিবুর রহমানকে দলে নেওয়ার কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও তা জানিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ২ কোটি টাকার বিনিময়ে তাঁকে দলে নেওয়া হয়েছে।

Related Articles