খেলা
Trending

অবসর নিচ্ছেন ধোনি! জল্পনা উস্কে দিলেন সিএসকে কর্তা

Ms. Dhoni Retirement Rumors

The Truth of Bengal: খেলার মাঠ থেকে ব্যক্তিগত জীবন, সবক্ষেত্রেই মহেন্দ্র সিং ধোনি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছেন। ‌মাঠে নামলেই চিৎকার হয় মাহি মাহি। আইপিএলে ঘরের মাঠে হোক বা কলকাতায় মাহিকে পেলে ভক্তেরা আবেগে ভাসেন। তার নজির রয়েছে। তিনি এত তাড়াতাড়ি দল ছেড়ে চলে যাবেন তা মানতে পারছিলেন না দর্শকেরা। মানতে পারেননা তার সতীর্থরা।

২০০৮ থেকে মাহির এই সম্পর্ক চেন্নাইয়ের সঙ্গে। এই পরিস্থিতি সিএসকের সিইও কাশী বিশ্বনাথনের মন্তব্য, ধোনি খুব ভালো করে জানে, আগামী দিনে ওকে কী করতে হবে। সবাই যখন ধরে নেবেন, ধোনি আরও খেলতে চান, তখনই সবাইকে চমকে দিয়ে সরে দাঁড়াবেন আইপিএল থেকে। তাই ধোনিকে নিয়ে আগাম কিছু বলা খুব মুশকিল। তার এই মন্তব্য থেকে একেবারে স্পষ্ট হয় যে চলতি বছরের আইপিএলের সময় যে রটেছিল ধোনি আর খেলবে না। এটাই ধোনির শেষ ম্যাচ।  সেই বিষয়ে কোথাও ভাটা পড়ল বলেই মত বিশেষজ্ঞদের।

কাশী আরও বলেছেন, ধোনি  আইপিএল থেকে অবসর নেওয়ার যদি কোনো সিদ্ধান্ত  নিয়ে থাকেন তাহলে ধোনি টিমের মালিক এন শ্রীনিবাসনের সঙ্গে কথা বলবেন । শ্রীনিবাস উল্লেখ করে বলেন, চেন্নাইয়ের সঙ্গে ধোনির ২০০৮ সাল থেকে সম্পর্ক। সেই সম্পর্ক আগামী দিনেও থাকবে বলেই তার মত। অর্থাৎ ধোনি যে খুব শীঘ্রই অবসর নিচ্ছেন না তা একেবারে স্পষ্ট।

 

Related Articles