খেলা

নেশন লিগে জাতীয় দলের হয়ে খেলবেন এমবাপে

Mbappe to play for national team in Nations League

Truth Of Bengal: আবার ফ্রান্সের জাতীয় দলে ডাক পেলেন কিলিয়ান এমবাপে। গত নভেম্বরে ফ্রান্সের হয়ে নেশন লিগের ম্যাচ খেলার জন্য তাঁকে দলে নেননি ফরাসি কর্তারা। কিন্তু বর্তমানে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে দূরন্ত পারফরম্যান্স করছেন ফরাসি স্ট্রাইকার। তারপরই টনক নড়ে ফ্রান্সের ফুটবল কর্তাদের। অবশেষে কিলিয়ান এমবাপেকে পুনরায় জাতীয় দলে ফেরাতে বাধ্য হলেন তাঁরা।

আগামী মার্চ মাসে নেশন লিগের কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ফ্রান্সকে খেলতে হবে। সেই ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ হল লুকা মদ্রিচদের ক্রোয়েশিয়া। এই ম্যাচের আগেই সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফরাসি কোচ দিদিয়ের দশে জানান, কিলিয়ান এমবাপে পুনরায় জাতীয় দলের হয়ে নেশন লিগের ম্যাচ খেলবেন।

এই প্রসঙ্গে ফরাসি দলের কোচ জানান, ‘নির্দিষ্ট কারণ থাকার কারণেই গত নভেম্বর মাসে জাতীয় দল থেকে এমবাপেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু তা বলে এই নয়, যে এমবাপে জাতীয় দলে এমবাপেকে আর ফিরিয়ে আনা হবে না। এটা মাথায় রাখা দরকার, এমবাপে আমাদের জাতীয় দলের সঙ্গে প্রতিনিয়ত যুক্ত রয়েছে। আমাদের মনে হয়েছে ওকে আবার ফিরিয়ে আনার এটাই উপযুক্ত সময়, তাই আমরা নেশন লিগের ম্যাচেই ফের জাতীয় দলে ফিরিয়ে আনলাম।’

এমবাপে ফ্রান্সের জার্সি গায়ে মোট ৪৮টি গোল করেছেন ৮৬টি ম্যাচে। চলতি মরশুমে রিয়ালের জার্সি গায়ে ইতিমধ্যেই ৩৫ ম্যাচে ২৩টি গোল করেছেন।

Related Articles