ফের পেনাল্টি মিস এমবাপের, বিলবাওয়ের কাছে হার রিয়ালের
Mbappe misses penalty again, Real Madrid lose to Bilbao

Truth Of Bengal: লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে হার রিয়াল মাদ্রিদের। অ্যাথলেটিকো বিলবাওয়ের ম্যাচে ২-১ গোলে হার মানল কার্লো আনসেলত্তির দল। এই ম্যাচে হারের সঙ্গে সঙ্গে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগও হাতছাড়া করলেন মাদ্রিদ জায়ন্টরা।
নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই বিলবাও খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এমনকি এই অর্ধে বিপক্ষের গোল লক্ষ্য করে কোনও শটই নিতে পারেনি আনসেলত্তির দল। বল পজিশন নিয়ন্ত্রণে রেখে রিয়ালের বিপক্ষে ক্রমাগত আক্রমণ করলেও প্রথমার্ধে গোল করতে ব্যর্থ হয় বিলবাল-ও।
ম্যাচের ৫৩ মিনিটে বিলবাওয়ের হয়ে প্রথম গোলের খাতা খোলেন আলেজান্দ্রো রেমিরো। অবশ্য এই গোলের অল্প কিছুক্ষণ পরেই পেনাল্টি পায় রিয়াল। কিন্তু সেই স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হলেন কিলিয়ান এমবাপে। এরপর ৭৮ মিনিটে মাদ্রিদ জায়ান্টদের সমতায় ফেরান জুডে বেলিংহ্যাম। কিন্তু সমতায় ফিরেও সেই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারল রিয়াল ডিফেন্স। দু মিনিট কাটতে না কাটতেই রিয়ালের জয়ের আশায় জল ঢেলে বিলবাও-এর হয়ে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন গোর্কা গুরুজেটা।
প্রসঙ্গত, রিয়ালের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়ার চোটের কারণে মাঠের বাইরে। তাই দলকে জেতানোর গুরু দায়িত্ব পড়েছিল কিলিয়ান এমবাপে এবং রড্রিগোর ওপর। কিন্তু যে গুরু দায়িত্ব আনসেলত্তি তাঁদের দিয়েছিলেন সেই কাজে পুরোপুরি ব্যর্থ হলেন তাঁরা। ম্যাচ হেরে রিয়াল রইল পয়েন্ট টেবিলের দুই নম্বর স্থানে। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ৩৩ পয়েন্ট। অন্য দিকে এক ম্যাচ বেশি খেলে টেবিলের শীর্ষে থাকা বার্সার সংগ্রহ ৩৭ পয়েন্ট।