খেলা

জিয়াকে হারিয়ে অলিম্পিক্সের বদলা নিলেন লক্ষ্য

Lakshya takes revenge for Olympics by defeating Zia

Truth of Bengal: প্যারিস অলিম্পিক্সে লক্ষ্য সেনের পদক পাওয়ার সম্ভাবনা শেষ করে দিয়েছিলেন চিনের লি জি জিয়া। অবশেষে সেই জিয়াকে পরাস্ত করলেন আলমোড়ার লক্ষ্য। চায়না মাস্টার সুপার ৭৫০-এ ৫৭ মিনিটের লড়াইয়ের পর জিয়াকে লক্ষ্য হারিয়েছেন ২১-১৪, ১৩-২১, ২১-১৩ ব্যবধানে।

এদিন শুরু থেকেই ম্যাচের রাশ হাতে নিয়ে নেন লক্ষ্য। প্রথম গেমে প্রতিপক্ষকে প্রায় দাঁড়াতেই দেননি ভারতীয় শাটলার। তাঁর জোরাল স্ম্যাশের জবাব ছিল না প্রতিপক্ষের কাছে। লি অবশ্য দ্বিতীয় গেমে ফিরে এসে ম্যাচে সমতা ফেরান। তৃতীয় গেমে আগ্রাসী লক্ষ্য প্রথম থেকেই দাপট দেখিয়ে চিনের প্রতিপক্ষকে ধরাশায়ী করে ম্যাচ জিতে নেন।

ম্যাচের পর লক্ষ্য বলেছেন, “অনেক দিন পর ম্যাচ জিততে পেরে ভাল লাগছে। অলিম্পিকের পর আমি ফিটনেস নিয়ে অনেক খেটেছি। আমি এখনও আমার সম্পূর্ণ ফিটনেসে ফিরে আসার চেষ্টা করছি। আমি ফিটনেস ফিরে পেতে একটু বিরতি নিয়েছিলাম। ধীরে ধীরে সার্কিটে ফিরে আসার চেষ্টা করছি। এই ইভেন্টের আগে কয়েকটা টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই ফিরতে হয়েছে। তবে আমি আজ যেভাবে খেলেছি, তাতে আমি খুশি।”

Related Articles