জেসি মুখার্জি ক্রিকেট ডার্বিতেও জয় বাগানের
Jesse Mukherjee wins the Cricket Derby for the Joy Brigade

Truth of Bengal: সিএবি পরিচালিত জেসি মুখার্জি টি-টোয়েন্টি ক্রিকেটের ডার্বি ম্যাচে জয় মোহনবাগানের। চির প্রতিদন্দ্বী ইস্টবেঙ্গলকে ৯ রানে হারিয়ে এই টুর্নামেন্টের শেষ চারের জায়গা পাকা করে ফেলল সবুজ-মেরুন ব্রিগেড। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ভবানীপুর ক্লাব।
শনিবার দেশবন্ধু পার্কে আয়োজিত টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯.২ ওভারে বাগানের সংগ্রহ ১৫৩ রান। সবুজ-মেরুনের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন সৌরভ হালদার। ওপেনার রঞ্জোত সিং খাইরা করেন ১৭ বলে ৩১ রান। এছাড়া অঙ্কুর পাল করেন ১১ বলে ২০ রান। মশাল বাহিনীর হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট দখল করেন কণিষ্ক শেঠ।
জবাবে ব্যাট করতে নেমে ইস্টবেঙ্গলের ইনিংস শেষ হয়ে যায় ১৪৪ রানেই। নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটের বিনিময়ে এই রান তোলে লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবটি। ব্যাট হাতে লাল-হলুদের হয়ে সর্বাধিক ৩৪ রান করেন অভিষেক দাস। এছাড়া ৩৩ রান করেন সন্দীপন দাস। তবে সবাইকে চমকে দিয়ে ৮ বলে ২২ রান করেন ঋত্বিক চট্টোপাধ্যা। কিন্তু তবুও ম্যাচ থেকে জয় তুলে নিতে পারল না ইস্টবেঙ্গল।