
Truth Of Bengal : ২০২৫ সালের আইপিএল শুরু হবে আগামী ২১ মার্চ থেকেই। সোমবার ‘সাংসদ খেল মহাকুম্ভে’-র অনুষ্ঠানের মঞ্চ থেকে এই কথা জানান আইপিএল-এর চেয়ারম্যান অরুণ ধুমল। এমনকি ক্রিকেটের এই মেগা টুর্নামেন্টে নিয়মের ক্ষেত্রে বিশেষ কোনও পরিবর্তন করা হবে না। এবং চলতি বছরের আইপিএল- দু থেকে তিনটি ম্যাচ ধরমশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলেও জানাতে ভুললেন না ধুমল। এবারের আইপিএল-র মেগা নিলাম সৌদি আরবের জেড্ডায় দুই দিন ধরে অনুষ্ঠিত হয়েছিল। এবং নিলামে মোট ১৮২ জন খেলোয়াড়কে নিলামের মাধ্যমে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলি দলে নেয়। যার জন্য ৬৩৯.১৫ কোটি টাকা।
ধুমল আরও জানান, ‘অবশ্যই। বিলাপুরে এখন ম্যাচের আয়োজন করা হচ্ছে। পরবর্তীকালে যাতে ঘরোয়া টুর্নামেন্ট যেমন রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি, বিজয় হাজারে ট্রফির ম্যাচগুলি অনুষ্ঠিত করার জন্য বিলাসপুরকে অবশ্যই প্রস্তাব দেওয়া হবে।’ এর পাশাপাশি ধুমল জানান, ‘গত বছর আইপিএল- ধরমশালায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ২০২৫ সালে সেই সংখ্যা বাড়িয়ে যাতে তিনটি করা তার কথাও চিন্তা-ভাবনা করা হচ্ছে।’
প্রসঙ্গত, এবারের ‘সাংসদ খেল মহাকুম্ভ’ তৃতীয় বছরে পদাপর্ণ করল। চলতি বছরের এই টুর্নামেন্টে মোট ৪৫টি দল অংশগ্রহণ করেছে। ধূমল আরও জানান, ‘এমন টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার ফলে প্রত্যন্ত গ্রামের প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসতে পারবেন।’
প্রতিভাবান খেলোয়াড়দের উদ্দেশে ধূমল বলেন, ‘আপনি ক্রিকেট-সহ যে কোনও খেলার দিকেই তাকান না কেন, দেখা যাবে বেশিরভাগ প্রতিভাবান খেলোয়াড়রাই উঠে আসছেন গ্রামাঞ্চল থেকে। সে যত বড় নামই দেখুন না কেন। রিঙ্কু সিং, যশস্বী জয়সওয়ালরা আজকে এই জায়গায় উঠে এসেছেন তাঁদের প্রতিভার ওপর ভর করেই।’ রেণুকা সিংয়ের উদাহরণও টেনে ধুমল জানান, ‘আমাদের হিমাচলের মেয়ে হিসাবে রেণুকা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। কাজেই যখন এখানে টুর্নামেন্টের সংখ্যা আরও বৃদ্ধি পাবে, তখন রেণুকার মতো আরও বেশি করে প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে।’