Truth Of Bengal: বর্তমানে ভারতীয় ক্রিকেটে অন্যতম ক্রিকেটারের তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলের বল হাতে প্রমাণ করে দিয়েছেন তাঁর প্রতিভা। তিনি নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী। গত বার নাইটদের হয়ে দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল। কিন্তু আচমকা সেই বরুণ তাঁর পারফরম্যান্সের জোরেই পাদ-প্রদীপের আলোয় উঠে এলেন। এখন প্রতিপক্ষ দলের কোচ থেকে খেলোয়াড় সকলেই তাঁকে নিয়ে চিন্তা-ভাবনা করেন। করাটাই স্বাভাবিক
আইপিএল-র উদ্বোধনী ম্যাচে মাঠে নামার ২৪ ঘণ্টা আগে সাংবাদিক সম্মেলনে বরুণ যেন নিরহঙ্কারভাবেই সব প্রশ্নের উত্তর দিলেন। এবার গৌতম গম্ভীর নেই, তাঁর বদলে ডোয়েন ব্র্যাভো মেন্টরের দায়িত্বে, পুরনো অধিনায়ক- শ্রেয়সও নেই। তাঁর বদলে অধিনায়ক হয়েছেন রাহানে, মানিয়ে নিতে কোনও অসুবিধা হচ্ছে? ‘নাইটদের দক্ষিণী স্পিনারের স্পষ্ট উত্তর না, কোনও অসুবিধা নেই। বরঞ্চ আমাদের দল ভালই হয়েছে। নারিন, রাসেল, ভেঙ্কি সহ বেশকিছু পুরনো খেলোয়াড় আছেন, পাশাপাশি নতুন খেলোয়াড়ও নেওয়া হয়েছে। আমি আশাবাদী আমরা এবারও ভাল পারফরম্যান্স করতে পারব।’
নিজের পারফরম্যান্স সম্বন্ধে বলতে গিয়ে কেকেআর-এর মিস্ট্রি স্পিনার বলেন, ‘আমি নিজেকে সব সময় তৈরি করছি সেরাটা দেওয়ার জন্য। আইপিএল এবং একদিনের ক্রিকেট দুটো একেবারেই ভিন্ন। আইপিএল একটা অন্য মাত্রার টুর্নামেন্ট। চেষ্টা করব, এবারও নিজের সেরাটা তুলে ধরার জন্য। প্রথম তিনটে ম্যাচ খুব ভাইটাল। এই তিনটে ম্যাচে যদি সেরাটা দিতে পারি, তাহলে পরের ম্যাচগুলিতে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।’
জাতীয় দলের তাঁর সহযোদ্ধা বিরাট কোহলি এবার আইপিএল-এ তাঁর প্রতিপক্ষ, বিরাটের বিপক্ষে বোলিং করার আগের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বরুণ যেন নস্টালজিক। বললেন, ‘বিরাট ভাই অনেক বড় মানের ক্রিকেটার। বর্তমানে ভাল ছন্দে রয়েছেন। বিরাট যে কোনও সময় ম্যাচের রং একাই বদলে দিতে পারেন। তাই আইপিএল-এ বিরাট ভাইয়ের বিপক্ষে বোলিং করার জন্য আমিও আমার অস্ত্রে শান দিয়ে নিয়েছি। আর সেই অস্ত্রের ওপরই নির্ভর করে শনিবার বিরাট ভাইয়ের বিপক্ষে বোলিং করব বলে এখন থেকেই আমি মুখিয়ে আছি।’