খেলা

অ্যাডিলেডে অজিদের কাছে ১০ উইকেটে লজ্জার হার ভারতের

India suffer humiliating 10-wicket defeat to Australia in Adelaide

Truth Of Bengal: না, পারথে দারুণ জয়ের টর, অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে রোহিতদের হোয়াইটওয়াশ‌হল টিম ইন্ডিয়া। এটা একপ্রকার প্রত্যাশাই ছিল। কেননা সবাই যখন ধরে নিয়েছিলেন দিবা রাতের এই টেস্টে ভারত অন্তত কিছুটা হলেও ঘুড়ে দাঁড়াতে পারবে, তা আর হল না। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ধরাশায়ী হল রোহিত ব্রিগেড।

প্রথম ইনিংসে রোহিতদের একাই শেষ করে দিয়েছিলেন স্টার্ক। আর দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের কাছে ত্রাস হয়ে উঠলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। যাঁর সামনে ভারতীয় ব্যাটসম্যানরা মাথা তুলতেই পারলেন না। কেএল রাহুল থেকে যশস্বী, বিরাট থেকে রোহিত আ্যাডিলেডে অস্তমিত সূর্য হয়েই থেকে গেলেন। তবে ভাগ্য ভাল এবার আর ৩৬ রানে বান্ডিল হতে হয়নি। তবে যে হারটি ভারত হেরেছে তা হল ১০ উইকেটে। সেটাও তো কম লজ্জার কথা নয়।

এই টেস্টেও ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান করলেন নীতিশ রেড্ডি। ৪২ রান‌ এল তাঁর ব্যাট থেকে। তারপর শেষ বেলায় যে টুকু লড়াই করলেন পন্থ। আর বাকিরা আয়ারাম আর গয়ারাম। ভারতের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ  ১৭৫ রান।  এরপর অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল মাত্র ১৯ রান। আর অল্প রান তুলতে কোনও  উইকেট খোয়াতে হল না অস্ট্রেলিয়াকে। আর ম্যাচ জিতে  সিরিজে সমতা ফিরিয়ে নিল ক্যাঙারুরা। নেপথ্যে নায়ক স্টার্ক-কামিন্সের অনবদ্য জুটি।

Related Articles