খেলা

২০২৬ পর্যন্ত থাকার অনুরোধ সুনীলদের কোচকে

Igor Stimach

The Truth of Bengal:  ভারতীয় ফুটবলে সাফল্য বিতর্ক দুইই রয়েছে। কিছুদিন  আগেই বড় বিতর্কে ফেঁসে গেলেন ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ। সুনীল ছেত্রীদের এই বিদেশি কোচ এর আগে আক্রমণাত্মক সুরে জানিয়েছিলেন, ‘আমি ভারতে কারও পা চাটতে আসিনি। আমি নিজের যোগ্যতায় কোচিং করাচ্ছি ভারতে। যদি কারও মনে হয় রেজাল্ট দিতে পারছি না, আমি চলে যাব। কিন্তু আমার নামে অপবাদ দেবেন না দয়া করে। তার পর কেটে গিয়েছে বহু দিন । কেটে গিয়েছে দলের অন্দরের সমস্যা।

এখন সব কিছু স্থিতিশীল। AIFF এর তরফে কোচ ইগর স্টিমাচের সঙ্গে কথা বলা হয়েছে । যেখানে ২০২৬ সাল পর্যন্ত ইগর স্টিমাচকে দলে থাকার আবেদন করা হয়েছে। এর আগে কোচ ইগর স্টিমাচ বলেছিলেন তিনি সামনের বছর জানুয়ারিতে চলে যাবেন। কিন্তু সম্প্রতি জানা গেল তিনি থাকবেন ২০২৬ সাল পর্যন্ত। এর আগে যখন বিতর্ক  ছড়িয়েছিল। তখন কোচ বলেছিলেন  তিনি যা বলেছেন তা দলের ভালোর জন্যই বলেছেন। যা করছেন  ও বলছেন  তা ভারতীয় ফুটবলের স্বার্থেই।

উল্লেখ্য , এর আগে  সর্বভারতীয় ফুটবল ফেডারেশন  শোকজ করেছে ইগর স্টিম্যাচকে। তাঁর বিরুদ্ধে বড় ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ।ভারতীয় ফুটবলের উন্নতির জন্য তিনি এর আগে  খোলা চিঠি লিখেছিলেন ক্লাব গুলোর কাছে। যেহেতু  ফুটবলারদেরকে ছাড়তে রাজি নয় আইএসেল ক্লাব গুলো।  ক্লাব গুলির কাছে আবেদন করেছেন স্টিমাচ। তিনি লিখেছিলেন , নভেম্বর এবং ডিসেম্বরে ভারতীয় ফুটবলারদের ক্লাব থেকে ছেড়ে দেওয়া হোক। AIFF আমরা চাইছেন  ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত সুনীলদের কোচ থাকুক ।

Free Access

Related Articles