মানবিক ব্রুনো,বিমানে অসুস্থ যাত্রীর সেবায় পর্তুগিজ তারকা
Humanitarian Bruno, Portuguese star helps sick passenger on plane

Truth of Bengal: এমনই এক বন্ধু হয়ে অপরিচিত অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়িয়ে সাহায্যোর বাড়িয়ে দিলেন তিনি। না তিনি কোনও ভগবান বা মহাপুরুষ নন, তিনি হলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলার ব্রুনো ফার্নান্ডেজ। মাঠের ভিতর বল পায়ে দলের হয়ে যেমন তিনি গোল করতে সিদ্ধহস্ত, ঠিক তেমনি সতীর্থদের গোলের সহায়তা করার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে দেখা যায় তাঁকে।
অনেকের মতে, বর্তমানে বিশ্বের সেরা অ্যাসিস্ট ফুটবলারদের তালিকাতেও প্রথম সারিতে থাকবেন ব্রুনো। জাতীয় দলের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সহযোদ্ধা অবশ্য তাঁর জীবনের সেরা অ্যাসিস্টটি করলেন ফুটবল পায়ে নয়, বিমানে অসুস্থ এক সহযাত্রীর প্রাণ বাঁচিয়ে।
বর্তমানে ক্লাব ফুটবলে আন্তর্জাতিক বিরতি চলছে। সেই কারণে পর্তুগালের হয়ে উয়েফা নেশন কাপে খেলার জন্য টেমসের পাড় ছেড়ে লিসবনের উদ্দেশে যাত্রা করেছিলেন ব্রুনো। সেই সময়ই ঘটে এমন দুর্ঘটনা। গোটা ঘটনার বিবরণ দিতে গিয়ে সেই বিমানের এক প্রত্যক্ষদর্শী জানান, আমরা দেখি আচমকাই একজন যাত্রী বিমানে অসুস্থ হয়ে পড়েছেন। সেই সময় পর্তুগিজ তারকা টয়লেটের দিকে যাচ্ছিলেন।
ঠিক তখনই বিমানের মধ্যে এক যাত্রী চিৎকার করে সাহায্যের আবেদন করছিলেন অন্য যাত্রীদের কাছ থেকে। তাঁর সাহায্যের কাতর আবেদন আমাদের মতো কানে পৌছয় ব্রুনর-ও। সঙ্গে সঙ্গে অসুস্থ ব্যাক্তির চিকিৎসায় হাত লাগিয়ে তাঁকে সুস্থ করতে এগিয়ে যান ম্যান-ইউ ফুটবলার। তারপরই ছুটে আসেন বিমানকর্মীরা। তাঁরাও হাত লাগান ওই যাত্রীকে সুশ্রুষার কাজে। কিন্তু যতক্ষণ না ওই ব্যক্তি সুস্থ বোধ করিছিলেন ততক্ষণ তাঁর সেবাতেই নিজেকে নিয়োজিত করেছিলেন ব্রুনো। যা অবাক করেছে বিমানের অন্যান্য যাত্রীদেরও।
এরপরই বিমানে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা ব্রুনোর এমন মানবিক রূপ দেখে তাঁর প্রশংসা পঞ্চমুখ হয়ে ওঠেন । তাঁদের মধ্যে এক ব্যক্তি জানান, সত্যিই ব্রুনো একজন সেরা ফুটবলারের মতো সেরা মনের মানুষও। তার পরিচয় আজকে তিনি যেভাবে দিলেন, তাতে কোনও প্রশংসাই যে যথেষ্ট নয়।