খেলা

লাজং ম্যাচে উচ্চতাই চিন্তায় ফেলছে হাবাসকে

Height worries Habas in Lajong match

Truth Of Bengal: বৃহস্পতিবার আই লিগের গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে ইন্টার কাশি মুখোমুখি হবে লাজং এফসির। এই ম্যাচের আগে দুই দলই দুটি করে ম্যাচ খেলেছে। তারমধ্যে হাবাসের নেতৃত্বাধীন ইন্টারকাশি পর পর দুটি ম্যাচ জিতলেও, শিলংয়ের দলটি প্রথম ম্যাচে ড্র করার পর দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখে লাজং এফসি।

সেই ম্যাচের ২৪ ঘণ্টা আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইন্টার কাশির অভিজ্ঞ কোচ আন্তেনিও লোপেজ হাবাস বলেন, পাহাড়ের মাঠে সব পাহাড়ি দলই যথেষ্ট শক্তিশালী। ওদের মাঠে সমতলের দলগুলির জয় পায়া খুবই কষ্টকর। তবুও আমরা এসব ভাবতে চাই না। আমার দল সেরাটাই উপহার দেওয়ার চেষ্টা করবে।

এর পাশাপাশি হাবাস আরও বলেন, আসলে আমাদের কাছে উচ্চতাটাই একটা ভাল খেলার পথে প্রতিবন্ধকতা করতে পারে। এছাড়া অন্য কোনও সমস্যা আমার দলে নেই।

প্রতিপক্ষ লাজং এফসি সম্বন্ধে বলতে গিয়ে, হাবাস বলেন, আমি ওদের খেলা না দেখলেও যেটুকু শুনেছি তাতে মনে হয়েছে দলটা যথেষ্ট শক্তিশালী দল। বিশেষ করে ঘরের মাঠে ওরা জেতার জন্য আপ্রাণ চেষ্টা করবে। তবেও আমরাও তৈরি আছি। দেখা যাক কি হয়।

এই মুহূর্তে পয়েন্ট টেবিলে পর পর দুটি ম্যাচ জিতে ইন্টার কাশি রয়েছে দু নম্বর স্থানে। গোল পার্থক্যে হাবাসের দলকে পিছনে ফেলেছে রিয়াল কাশ্মীর ও ডেম্পো। অন্য দিকে লাজং রয়েছে ১১ নম্বর স্থানে। কাজেই ঘরের মাঠে বৃহস্পতিবার ইন্টার কাশিকে হারিয়েই জয়ে ফিরে পয়েন্ট টেবিলে ওঠার সুযোগকে হাতছাড়া করতে চাইবেন না লাজং কোচও।