খেলা
Trending

ভাইয়ের পর দিদিও এবার গ্র্যান্ডমাস্টার! বিশ্বসেরা বৈশালী রমেশ বাবু

The Truth Of Bengal Desk: এবার গ্র্যান্ডমাস্টারের উপাধি নিজের নামে করে নিলেন বৈশালী রমেশ বাবু। ভারতের তৃতীয় মহিলা গ্র্যান্ডমাস্টারের উপাধি নিজের নামে করে নেওয়ার পর বিশ্বসেরা তিনি। আন্তর্জাতিক দাবা ফেডারেশনের তরফ থেকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে ভারতীয় এই দাবাড়ুকে। তবে শুধুমাত্র তৃতীয় মহিলা গ্র্যান্ডমাস্টার হিসেবেই তাঁর পরিচয় নয়, পরিবারের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার তিনি। যদিও প্রথম স্থান অধিকার করে বসে আছেন তাঁর ভাই রমেশ বাবু প্রজ্ঞানন্দ।

স্পেনে বৈশালীর পারফরম্যান্স ছিল দূর্দান্ত। সেখানেই সে ২৫০০ এলো পয়েন্ট সংগ্রহ করেন। বৈশালীর আগেও যে-দুজন গ্র্যান্ডমাস্টার খেতাব নিজেদের নামে করে নিয়েছিলেন তাঁরা হলেন, কোনেরু হাম্পি এবং হরিকা দ্রোনাভল্লি। এরপর ভারতের হয়ে মহিলাদের মধ্যে তৃতীয় গ্র্যান্ডমাস্টার হয়ে বিশ্বকে এক কথায় আন্তর্জাতিক দরবারে তুলে ধরতে সাহায্য করলেন বৈশালী সঙ্গে ভারতে দাবার মহিলা আধিপত্য বিস্তার করতে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন তিনি তা বলাইবাহুল্য।

তবে এখানেই রয়েছে আরও এক চমক। বৈশালীর ভাই, গ্র্যান্ডমাস্টার রমেশ বাবু প্রজ্ঞানন্দ পূর্বেই এই খেতাব নিজের নামে করে নিয়েছিলেন। এবার ভাই এর পর দিদিও গ্র্যান্ডমাস্টার উপাধি নিজের নামে করে নিলেন। তবে এই প্রথম বিশ্বের কোনও প্রান্ত থেকে ভাই ও বোন দুজন গ্র্যান্ডমাস্টারের জুটি হলেন, যা ভারতের জন্য গর্বের। যা কোথাও গিয়ে এখন চর্চার ও অনুপ্রেরণাদায়ক।

Related Articles