
The Truth of Bengal: ফুটবলে কেউ মোহনবাগান সমর্থক আবার কেউ ইস্টবেঙ্গল। সে যাই হোক ইডেনে ভারতের ম্যাচ ঘিরে গলা ফাটাবেন প্রত্যেকে। তখন সবুজ মেরুন , লাল হলুদের ভেদাভেদ যাবে দূরে। সকলে চাইবেন রোহিত – বিরাট ব্রিগেড সেঞ্চুরি করুক। ফুটবলে ময়দানে যে রং নিয়েই মাতামাতি হোক না কেন আজ সকলে যেন একসূত্রে গেঁথে গিয়েছেন।
তারমধ্যে বিরাট কোহলির জন্মদিন পাঁচ তারিখ। ফলত ইডেন চত্বর যে এখন উত্তেজনায় ফুটছে তার বলায় বাহুল্য। ওই চত্বরে গেলেই শোনা যাচ্ছে দাদা একটা টিকিট হবে ওয়াল্ড কাপ ক্রেজে মজে আম জনতা।
বিশ্বকাপ বলে কথা উন্মাদনা থাকবে তার স্বাভাবিক। তারপর আবার রবিবারে ম্যাচ দুয়ে মিলে যে বাঙালি বেশ মজে রয়েছে তা বলায় যায় ।
আর একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টিকিটের চাহিদা। এসবের মধ্যেই মাথাচাড়া দিয়ে উঠছে টিকিটের কালোবাজারির অসাধু চক্র। তা নিয়ে ভাবছেন না খেলা প্রিয় বাঙালি। তাদের মনের কথা , যা হয় হোক দেখবে পুলিশ আমরা দেখব রোহিত বিরাট ব্রিগেডের ম্যাচ ।
Free Access