খেলা

আইপিএলে সাফল্য প্রত্যাশা করে পাঞ্জাব নতুন করে কোচ বদল

Panjab 

The Truth of Bengal: আইপিএলে সাফল্য প্রত্যাশা করে পাঞ্জাব নতুন করে কোচ বদল করলো।২০২৪ এর আইপিএল কে পাখির চোখ করে  সঞ্জয়  বাঙ্গারকে দায়িত্ব দেওয়া হল কোচের । আসলে অভিজ্ঞতাকে পাঞ্জাব  কর্তারা গুরুত্ব দিয়েছেন।  তাই বাঙ্গারকে পছন্দের তালিকার শীর্ষে রাখা হয়েছিল। এর  আগে বাঙ্গারের  অভিজ্ঞতা রয়েছে পাঞ্জাবের ক্ষেত্রেই কোচিং এ ।২০১৪ মরসুমে তিনি ছিলেন পঞ্জাবের সহকারী কোচ। তারপরে দু’বছর ২০১৫ ও ২০১৬ তে বাঙ্গার  হয়েছিলেন প্রধান কোচ। সে সময় হাতের তালুর মত দলকে চিনতেন বাঙ্গার। তাই তার উপরে ভরসা রাখলো পাঞ্জাব । পুরনো দলে নতুন করে যোগ দিতে পেরে বাঙ্গার যথেষ্ট খুশি। পুরোনো দলে ফিরে আসায় তিনি এটাকে সৌভাগ্য ‌ বলে মনে করেছেন । তিনি জানিয়েছেন পুরনো দলে নতুন করে ফিরতে পেরে তার ভালো লাগছে , চেষ্টা করবেন সাধ্যমত।

দলকে আরও শক্তিশালী করে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য অবিচল থাকবেন বলে উলেখ করেছেন। ১৯ ডিসেম্বর আইপিএলের যে নিলাম রয়েছে সেখানেই বাঙ্গারকে দেখা যাবে বলেই জানা গেছে।  দলকে আরও শক্তিশালী করে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য।’’ কোচ বদল করে দলের আরো উন্নতির জন্য ভাবছে পাঞ্জাব। এবার দলকে আরো শক্তিশালী করে গড়ে তোলার ভাবনা রয়েছে পাঞ্জাবের কর্মকর্তাদের সেই হিসেবে কোচ বদলের ভাবনা বাস্তবায়িত করল। তিনি ২০২১ সালে আইপিএলে বিরাট কোহলিদের ব্যাটিং পরামর্শদাতা নিযুক্ত হন।

বাঙ্গার কোচিং স্টাফ থাকাকালীন আরসিবি ৩টি আইপিএল মরশুমের মধ্যে ২ বার প্লে-অফে জায়গা করে নেয়।.প্রায় এক দশক ধরে কোচিংয়ে হাত পাকিয়েছেন সঞ্জয় বাঙ্গার যদিও গত বছর থেকেই কোচ বোতল হতে পারে বলে জল্পনা চলছিল তাই এবার অর্থাৎ ২০২৪ এর আইপিএলের ক্ষেত্রে দেখা যাবে বলেই জানা গেছে । শুধুমাত্র পাঞ্জাব নয় এর আগে আরসিবির হয়েও কাজ করেছেন এই কোচ। ২০২১ সালে বাংলার বিরাট কোহলির দলের ব্যাটিং পরামর্শদাতা ছিলেন। আইপিএলে জেতার জন্য ভাবনা চলছে পাঞ্জাবের অন্ধকারে সে কারণে শুরুটাই করছেন কোচের বদল দিয়ে।

Related Articles