খেলা

অবসর প্রসঙ্গে রোহন বোপান্নার উদাহরণ দিলেন মেরি কম ,

Example of Rohan Bopanna on Mary Kom's retirement,

The Truth Of Bengal: বক্সিংয়ে রিং কাঁপানো মেরি কম এবার ফের মুখ খুললেন । অবসরের‌ ভাবনা তাঁর এখনই নেই বলেই উল্লেখ করেছেন । সঙ্গে ৪৩ এর রোহন বোপান্নার উদাহরন দিয়েছেন তিনি । এ বয়সে এসেও বোপান্নার লড়াইয়ের কথা বলেছেন তিনি ।

বক্সার মেরি কমকে নিয়ে ভুয়ো খবর রটেছিল । অবসর নিয়ে নিয়েছেন তিনি । এমন খবর ছড়িয়ে পরার পর এ বিষয়ে মুখ খুলেছিলেন মেরি কম । জানিয়েছিলেন তিনি অবসরের কথা জানাননি । এবার ফের এ বিষয়ে তিনি সরব হয়েছেন । এক অনুষ্ঠানে গিয়ে তিনি কিছুদিন আগে তাঁকে নিয়ে যে খবর রটেছিল  সে বিষয়ে বলতে গিয়ে বলেছেন তার খেলার ইচ্ছা রয়েছে এখনো । এ বিষয়ে বলতে গিয়ে রোহন বোপান্না কথা উল্লেখ করেছেন । ৪৩ এ এসেও রোহন কিভাবে প্রতিযোগিতায় নামছে , জিতছে । সে বিষয় উল্লেখ করেন এই বক্সার ।

৪১ বছর বয়সেই মেরি কম এখনো প্রতিযোগিতার  জন্য তৈরি। তিনি যে বয়সে পৌঁছে গেছেন সেই বয়সে এসে আর অলিম্পিকের প্রতিযোগিতায় নামতে পারবেন না এর আগে সে কথাই বলেছিলেন মেরি কম। সেই কথারই অপব্যাখ্যা হয়েছে বলেই এর আগে তিনি  উল্লেখ করেছেন। আগেই বলেছিলেন মেরি কম যখন অবসর নেবেন তার আগে প্রেসকে বলবেন বলেই জানিয়েছেন। তবে তিনি এতটাই প্রতিযোগিতার নামার জন্য ক্ষুধিত যে এখনো মনে প্রাণে চান প্রতিযোগিতায় নামতে,  পদক জিততে। কিন্তু সেটা সম্ভব নয় বয়স জনিত কারণে। সেই কথাটি  ভুল ভাবে ব্যাখ্যা হয়েছে বলে সরব হয়েছেন ভারতীয় এই বক্সার।

Free Access

Related Articles