
The Truth Of Bengal : রেকর্ড গড়লেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার শার্লি ডিন। বিশ্বের সবচেয়ে দ্রুততম ৫০ উইকেট শিকারি হলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়লেন এই মহিলা ক্রিকেটার। ব্যাট হাতেও সফল হন তিনি। শার্লি ডিনের হাত ধরে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। ব্যাট হাতে অপরাজিতা চল্লিশ রান করেন তিনি।
দ্রুততম ৫০ উইকেটের তালিকায় নাম লেখালেন ইংল্যান্ডের মহিলা দলের ক্রিকেটার শার্লি ডিন। শুধু নাম লেখা নয় সেই সঙ্গে রেকর্ড গড়লেন। ক্রিকেটে ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি। মেয়েদের এক দিনের ক্রিকেটে দ্রুততম ক্রিকেটার হিসাবে ৫০টি উইকেট নিলেন এই মহিলা ক্রিকেটার। ২৬ টি ই ইনিংস খেলে এই রেকর্ড গড়লেন তিনি। ইংল্যান্ডের মহিলা ও পুরুষ ক্রিকেটারদের মধ্যে দ্রুততম পঞ্চাশ উইকেটের মালিক হলেন শার্লি ডিন। এর আগে দ্রুত ৫০ উইকেট এর মালিক ছিলেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি স্পিনার লিন ফুলস্টোনের নজির। তাঁর লেগেছিল ২৭টি ইনিংস। তার রেকর্ড ভেঙে ২৬ ইনিংসে এই ইতিহাস গড়লেন। দ্রুত ৫০ উইকেট দখলের তালিকায় রয়েছে এক ভারতীয় ক্রিকেটার। একমাত্র ভারতীয় হিসাবে এই নজির রয়েছে রাজেশ্বরী গায়কোয়াড়ের।
তিনি ২৮টি ইনিংসে ৫০টি উইকেট দখল করেছিলেন। নিউ জ়িল্যান্ড বনাম ইংল্যান্ডের প্রথম ম্যাচে এই এই রেকর্ড গড়েন শার্লি ডিন। নিউ জ়িল্যান্ডের ব্রুক হ্যালিডেকে আউট করার সঙ্গে সঙ্গে বিশ্বের দ্রুততম 50 উইকেট শিকারি হন তিনি। ৯ ওভার বল করে ৫৭ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। এই ম্যাচে নিউজিল্যান্ড ২০৭ রানে অল আউট হয়ে যায়। ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের অলরাউন্ডার ক্রিকেট হিসেবে খ্যাতি রয়েছে শার্লি ডিনের। ব্যাট হাতেও এই ম্যাচের সফল তিনি। সত্তর বল খেলে ৪০ রান করে অপরাজিত থেকে যান। ম্যাচে জয় পায় ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে জয়ী হয় ইংল্যান্ড। ম্যাচে জয় সবচেয়ে বড় অবদান শার্লি ডিনের।