খেলা

লাল হলুদেও দিমিত্রি ! অন্য দিমিত্রিকে দলে নেবে ইস্টবেঙ্গল

East Bengal will take another Dimitri

The Truth of Bengal: একের পর এক বিদেশী খেলোয়াড় এসেছেন ইস্টবেঙ্গলে। তারা সমৃদ্ধ করেছে ইস্টবেঙ্গল কে। এবার  কেরালা ব্লাস্টার্সের  হয়ে খেলা ফুটবলার আসতে পারেন দলে। দিমিত্রিয়স ডায়ামান্টাকোস কে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল। কারণ কেরালা ব্লাস্টার্সের জার্সিতে তিনি ৩৬ ম্যাচে ২২ গোল করেছেন। ফুটবল প্রিয় বাঙালি দিমিত্রি নামটার সঙ্গে খুব পরিচিত। কারণ মোহনবাগানে আছেন তিনি। এই খেলোয়াড় মাঠে থাকা মানেনেই নিশ্চিত দর্শকেরা যে দলকে জেতানোর চেষ্টা করবেন। মোহনবাগানের দিমিত্রি পেত্রাতোস পালতোলা নৌকাকে এগিয়ে নিয়ে  চলেছেন ছন্দে। এদিকে এবার ইস্টবেঙ্গল ও অন্য  এক দিমিত্রির খোজ  পেয়েছে।

তিনি হলেন , কেরালা ব্লাস্টার্সের জার্সিতে খেলা দিমিত্রিয়স ডায়ামান্টাকোস। তাকে এবার লাল হলুদ শিবির নেওয়ার জন্য ঝাপাচ্ছে। কারণ এই দিমিত্রিয়স  চলতি আইএসএলে দুরন্ত ফর্মে রয়েছে। কেরালা ব্লাস্টার্সের জার্সিতে তিনি ৩৬ ম্যাচে ২২ গোল করেছেন। আইএস্এলে তার পারফরমেন্স বেশ নজর কাড়া। সেকারণে তার দিকেই ঝুঁকতে চাইছে লাল হলুদ শিবির। এর আগে ভারতে আসার আগে তিনি  গ্রীসের জাতীয় দলের হয়েও খেলেছেন। জানা গিয়েছে , দিমিত্রিয়সকে  দলে নেওয়ার জন্য  রেকর্ড অঙ্কের চুক্তির প্রস্তাব রেখেছে ইস্টবেঙ্গল।

তবে মোহনবাগানের  দিমিত্রি  ডার্বিতে দাপটের সঙ্গে খেলেছেন। এই  অজি তারকার জন্য্ই এগিয়ে চলেছে সবুজ মেরুন দল।‌ পালতোলা নৌকায় তিনি যেন কান্ডারি। তার মতন্ই এমন একজনকে চাইছিল ইস্টবেঙ্গল তার উপস্থিতিতে দল এগিয়ে যাবে তরতরিয়ে। ইস্টবেঙ্গলে এসেছেন একের পর এক বিদেশী খেলোয়াড়। এদিকে ইস্টবেঙ্গলের একের পর এক খেলোয়াড় চোট আঘাতে বিদ্ধস্ত। সেই অবস্থায় কোচ কুয়াদ্রত  অনেক ভেবে চিন্তে নতুন খেলোয়াড়দেরকে দলে আনতে চাইছেন। এ বছর লাল হলুদ শিবিরে এসেছেন ভিক্টর ভাসকেজ , ফেলিসিও ব্রাউনের মতো খেলোয়াড়রা ।

Related Articles