
The Truth of Bengal: ইস্টবেঙ্গলে সই করে ফেললেন স্প্যানিশ খেলোয়াড় ইয়াগো ফালকে সিলভা। কোচ কার্লেস হয়তো আগেই তার পছন্দের কথা জানিয়েছিলেন। সেই অনুযায়ী এবার দলে এলো ফালকে। সুপার কাপে দলের শক্তি বাড়ানোর জন্যই বিদেশি খেলোয়ারকে সই করানোর ভাবনা ছিল ইস্টবেঙ্গলের। এক মাসের জন্য চুক্তিতে সই করার ভাবনা ছিল ইস্টবেঙ্গলের। যদিও তাতে সায় দেয়নি এই খেলোয়াড় , তাই এক মাস নয় গোটা মরসুমের জন্যই ইস্ট বেঙ্গল এ থাকবে এই খেলোয়াড় ।
এখন অপেক্ষার শুধু ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপানোর। দ্রুত এই খেলোয়াড় কলকাতায় আসবেন বলেই খবর । 34 বছর বয়সী ফালকে খেলেছেন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্তাসের মতো দলগুলিতে। অভিজ্ঞতায় প্রবীন ইয়াগো র দুরন্ত ডজ অন। এই ফুটবলার এলে ইস্টবেঙ্গলের শক্তি অনেক বাড়বে বলেই মনে করা হচ্ছে। আইএসএল মরশুমে এবার বেশ ভালো পারফরম্যান্স করছে ইস্টবেঙ্গল। পাশাপাশি সুপার কাপের প্রথম ম্যাচে দুরন্ত জয়।
ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল এবার নতুন খেলোয়াড় এনে দলের শক্তি আরো বাড়াতে চাইছে। জানা গেছে ৪-৫ জন খেলোয়ারকে আনতে চেয়েছিল লাল হলুদ শিবিরের কোচ কুয়াদ্রত । কিন্তু বাজেট সমস্যায় তার হয়নি তবে ইয়াগো ফালকে দলের আশায় খুশির হাওয়া গোটা দলে। কোচের পছন্দ মত খেলোয়ার আশাতেও তিনিও নিজের মতো করে দলটাকে পরিচালনা করতে পারবেন এবং সেই সঙ্গে দল সাজাতে পারবেন বলে জানা গেছে।