খেলা

রক্ষণকে শক্তিশালী করতে ইস্টবেঙ্গলে দুই বিদেশি ডিফেন্ডার

East Bengal FC

The Truth of Bengal: ইস্টবেঙ্গল এর ফুটবলের ইতিহাসে আবার দুই বিদেশি প্লেয়ার নাম স্বাক্ষর করালেন। ডিফেন্ডার ডর্জন এলসে এবং হোসে আন্তনীও পারদো লুকাস। দলের রক্ষণাবেক্ষণ করতে এই দুই বিদেশি দলের সম্পদ হতে পারেন বলে মনে করছেন ইস্টবেঙ্গলের কোচ। শনিবার সকালে ইস্টবেঙ্গল এর তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে নতুন দুই বিদেশি ফুটবলার নির্বাচন করা হয়েছে কার্লেস কুয়াদ্রাতের পরামর্শ মতো । এর আগে ডজন এলসে প্রায় ৭০ টি ম্যাচে সফল হয়েছে। ২০১৫-১৬ মরসুমে এ-লিগ প্রিমিয়রশিপে খেলেছেন। ২০১৫-১৬ মরসুমে এ-লিগ চ্যাম্পিয়নশিপ এবং ২০১৮ ও ২০১৯ সালে দু’বার অস্ট্রেলিয়া কাপ জেতেন।

২০১৩ থেকে ২০২১ পর্যন্ত অ্যাডিলেডের হয়ে খেলার পর নিউক্যাসল জেট টিমে যোগ দেন। এছাড়াও জর্ডন এলসের আবার মোহনবাগানের অজি বিশ্বকাপার কামিন্সের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে। নিউক্যাসলের হয়ে দুটি মরসুমে ৩৫টি ম্যাচ খেলে এই সেন্টার জানুয়ারি মাসে যোগ দেন পার্থ গ্লোরিতে। ভারতীয় দলে যোগদান করে উচ্ছ্বাসিত এলসে। এই ক্লাবের সাথে যুক্ত হয়ে সম্মানিত বোধ করছেন তিনি। মূলত এই বছরে পারদোকে  ইভান গঞ্জালেসের পরিবর্ত হিসেবেই নেওয়া হচ্ছে। গত মরশুমে খেলেছেন এলডেনসের হয়ে। চলতি বছরের জুন মাসে ৬১ বছর পর দলটিকে তৃতীয় ডিভিশন থেকে দ্বিতীয় ডিভিশনে তুলে আনতে সাহায্য করেছেন।

ফলে আশায় বুক বেঁধেছে লাল হলুদ সমর্থক, দুই অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ারদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাজিমাত করতে চায় লাল-হলুদের কোচ। মোহনবাগানের বড় নামের পাশে এবার থমকে যেতে রাজি নয় ইস্টবেঙ্গলও। গত চার বছর ধরে কলকাতা ডার্বি হারের চাকা এবার ঘোরাতে মরিয়া লাল হলুদ। সেই সঙ্গে আইএসএলের ব্যর্থতা কাটাতে মুখিয়ে রয়েছে তারা। যেকোনও মূল্যে এবার সমর্থকদের ভালো ফল উপহার দিতে চায় ইস্টবেঙ্গল।  এঁদের বাইরে লাল-হলুদে যোগ দিয়েছেন স্প্যানিশ জুটি স্ট্রাইকার সিভেরিও এবং মিডফিল্ডার ক্রেসপো। তাই এই মরশুমে ইস্টবেঙ্গলও কিন্তু ধামাকাদার প্রত্যাবর্তনের জন্য মুখিয়ে রয়েছে। এবার শেয়ানে শেয়ানে লড়াই করবে লাল-হলুদ।

Related Articles