খেলা

দেবদত্তের পাখির চোখ দলীপ ট্রফি

Devdutta's Bird's Eye Duleep Trophy

Truth Of Bengal: চলতি বছরে শুরুতেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হওয়া দেবদত্ত পাড়িক্কল নিজেকে জাতীয় দলে দেখার জন্য দলিপ ট্রফি কে পাখির চোখ করেছেন। জাতীয় দলের জার্সি পড়ে আবারো নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন তিনি। ভারতের সামনে রয়েছে আগামী দিনে বেশ কয়েকটি টেস্ট। সেখানে সুযোগ পেতে মরিয়া দেবদত্ত, তাই বোর্ডের বক্তব্যানুযায়ী খেলতে চান দলীপ ট্রফিতে।

আপাতত তিনি চাইছেন বড় বড় রান করে নির্বাচকদের নজরে আসতে। চলতি বছরের ৫ ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে  দলীপ ট্রফি। দেবদত্ত রয়েছেন ডি দলে। এ বিষয়ে তিনি জানিয়েছেন , তার কাছে দলীপ  ট্রফি এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ পর্যায়ে খুব বেশি সুযোগ পাওয়া যায় না তাই তিনি ধারাবাহিকভাবে বড় রান করে যেতে চান। দলীপ ট্রফি সেই সুযোগ দিয়েছে। গত বছর লালবলের মরসুমটা দারুন কেটেছিল তার।

গত মরসুমে রঞ্জিতে ৫৫৬ রান করেছিলেন একা পাড়িক্কল।দেশের জার্সিতে অভিষেক টেস্টেই এ  বছর পাড়িক্কাল দুরন্ত হাফ সেঞ্চুরি করেছেন। ৮৩ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। মেরেছেন ৮ টি চার ও একটা ছয়। গত মৌসুমীর রোহিঙ্গিতে ৫৫৬ রান করার ফলে জাতীয় দলের সুযোগ পেয়েছিলেন কেন। সেটাই এবার চাইছেন দেবদত্ত। তার কথায় ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ টাই আগে তৈরি ছিলেন। ভেবেছিলেন এই সুযোগ নিজেই আদায় করে নিয়েছেন। তারপর গত বছর ঘর বা ক্রিকেটে প্রচুর ম্যাচ খেলেছিলেন। রঞ্জিত প্রচুর রান তুলেছিলেন তাই আত্মবিশ্বাস কোথায় বেড়ে গেছিল। সেটাই এবার চাইছেন তিনি।

Related Articles