বছরের খরা কাটাতে মরিয়া কেকেআর, হতাশ ডি ভিলিয়ার্স
Desperate KKR to end year's drought, de Villiers disappointed

The Truth Of Bengal : আইপিএলের নিলামের পর থেকে নানারকম আলোচনা চলছে সব দল গুলোকে নিয়েই। এবার আইপিএল নিলামে সব থেকে বেশি দর উঠেছে মিচেল স্ট্রার্কের। তাকে 24.25 কোটিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। তবে কেকেআর এত দামে তাকে নিয়ে ঠিক করল কিনা তা একটা জল্পণা চলছে। সঙ্গে আর কোন খেলোয়াড়কে কিনতে পারত কেকেআর। কাকে নেওয়া দরকার ছিল তা নিয়ে বেশ আলোচনা চলছে। এর মাঝেই এবার এ বিষয়ে মুখ খুললেন এবি ডিভিলিয়ার্স। নিলামে নাইট রাইডার্সের এই পরিকল্পনা দেখে হতাশ প্রাক্তন ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।
তিনি জানিয়েছেন , কেকেআরের বোলিংটা দারুণ। তবে ওদের সমস্যা হবে ব্য়াটিংয়ে। ওদের খারাপ ব্য়াটার নেই, অন্তত আইপিএল জেতার জন্য যেই ব্য়াটিং গভীরতা দরকার সেটা ওদের নেই। শ্রেয়স আইয়ার দারুণ ব্য়াটার, বলেও উল্লেখ করেছেন তিনি। বর্তমানে ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করা ডিভিলিয়ার্সের নেতৃত্বে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। সেখানে ৯৬-এর গড়ে ৪৮২ করেছেন তিনি। তার খেলা যেন সবসময় কথা বলে কারণ আক্রমণাত্মক মেজাজে ক্রিকেট খেলেন তিনি। যদিও এখন তিনি অবসর নিয়েছেন।
৩৭ বছর বয়সে অবসর নিয়েছিলেন এই তারকা। ওয়ানডে বিশ্বকাপের সময় ও এই ক্রিকেটার কার্যত ভবিষ্যদ্বাণী করেন কোন চারটি দল সেমিফাইনালে যেতে পারে? এক সাক্ষাৎকারে ডিভিলিয়ার্স বলেছিলেন, ‘মনে হচ্ছে ভারত এবং ইংল্যান্ড ফাইনাল খেলবে। দুটো দলের ভারসাম্য দারুণ। এবার আইপিএলের আগে তার এই পর্যবএক্ষণ বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
FREE ACCESS