
The Truth Of Bengal: প্রোটিয়া টেস্ট ব্যাটার ডিন এলগার এবার অবসরের পথে হাঁটছেন । তিনি ঘোষণা করলেন ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। ৩৬ বছর বয়সী এই তারকা ব্যাটার ১২ বছরের কেরিয়ারের এবার ফুল স্টপ দিতে চাইছেন । যদিও তিনি ঘরোয়া ক্রিকেট খেলবেন বলেই মনে করা হচ্ছে । ক্রিকেট খেলাটা সবসময়ই তার কাছে স্বপ্নের মতো ছিল বলেই উল্লেখ করেছেন।
বিশ্বকাপের ম্যাচ জিততে না পারার কারণে বেশ কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় দেরকে । তার মাঝেই দক্ষিণ আফ্রিকা কতৃপক্ষের তরফ থেকে এবার ৩৬ বছর বয়সী খেলোয়াড় দেরকে দলে রাখতে চায়ছে না । পরিস্থিতি জটিল হ্ওয় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পথে ডিন এলগার । প্রথমে থেকেই ভাবা হয়েছিল , ভারতের বিরুদ্ধে সিরিজ় খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। এবার সেটাই ঘোষণা করলেন এই খেলোয়াড় । পরিস্থিতি জটিল হয়ে ওঠায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি । এদিকে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ ভাল ফর্মে রয়েছেন এলগার। আন্তর্জাতিক ময়দান থেকে অবসর নেওয়ার পরও তিনি খেলতে পারেন ঘরোয়া ক্রিকেট ।
গত ফেব্রুয়ারি মাসেই টেম্বা বাভুমাকে সরিয়ে এলগারকে টেস্ট দলের অধিনায়ক করেছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। তার পর থেকে নানারকম সমস্যার জন্য ই এই সিদ্ধান্ত নিলেন তিনি । ৩৬ বছর বয়সী এই তারকা ব্যাটার ১২ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮৪ টেস্ট এবং আটটি ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন।
অবসরের কথা বলতে গিয়ে জানিয়েছেন , ক্রিকেট খেলা সবসময়ই তার কাছে স্বপ্ন ছিল। দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটাই চূড়ান্ত। ১২ বছর ধরে আন্তর্জাতিকভাবে এটি করার সুযোগ পাওয়া আমার স্বপ্নের বাইরে। এলগার ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার অস্ট্রেলিয়া সফরের দেশের জার্সিতে প্রথম আত্মপ্রকাশ করেন। তার পর থেকেই চলছে এই পথ চলা । যা এবার থামতে চলেছে ।
Free Access