
The Truth Of Bengal : ২০০৮ সালে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ দল নিয়ে পথ চলা শুরু এই টুর্নামেন্টের। মূলত বিভিন্ন দেশে তৎকালীন সময় যে সব ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-২০ জারি ছিল তার চ্যাম্পিয়ন দল এবং বিভিন্ন পজিশনে থাকা যেমন ফাইনালিস্ট দল অথবা লিগের খেলায় দ্বিতীয়, তৃতীয় স্থানে থাকা দল গুলি এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করত। বেশ ভালোই চলছিল এই টুর্নামেন্ট। ২০০৮ সালে অনুষ্ঠিত হলেও সে বছর মুম্বাই হামলার জন্য টুর্নামেন্ট বন্ধ করতে হয়। ২০০৯ সালে নিউজিল্যান্ডের দল নিউ সাউথ ওয়েলস ব্লুস ওয়েস্ট ইন্ডিজের দল ত্রিনিদাদ এন্ড টোবাগো-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ২০১০ সালে সাউথ আফ্রিকান দল ওয়ারিয়র্স-কে হারিয়ে প্রথম বারের মতোন কোনো ভারতীয় দল হিসাবে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস। ২০১১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় মুম্বাই ইন্ডিয়ান্স। ২০১২ সালে সাউথ আফ্রিকান দল লায়ন্স-কে হারিয়ে অস্ট্রেলিয়ান দল হিসেবে চ্যাম্পিয়ন হয় সিডনি সিক্সার।
২০১৩ তে রাজস্থান রয়্যালস-কে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় মুম্বাই ইন্ডিয়ান্স। ২০১৪ সালে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস, এবারে প্রতিপক্ষ ছিল কলকাতা নাইট রাইডার্স। ২০১৫ সালের জুলাই মাসে এই টুর্নামেন্টটি প্রতিষ্ঠা করা তিনটি বোর্ড বোর্ড অফ ক্রিকেট কাউন্সিল অফ ইন্ডিয়া, ক্রিকেট অস্ট্রেলিয়া, ক্রিকেট সাউথ আফ্রিকা বাতিল করার সিধান্ত নেয়। কম ভিউয়ারশিপ, স্পন্সারদের সমস্যা বিভিন্ন কারণে এই টুর্নামেন্টটি ২০১৪ সালেই শেষ বারের মতোন আয়োজন হয়।
এবার এই টুর্নামেন্টটি আবারও ফিরিয়ে আনা নিয়ে মিটিং করতে শুরু করছে বিসিসিআই, ইসিবি এবং সিএ। জানা যাচ্ছে, মূলত এই টুর্নামেন্টটি কখন আয়োজন করা যায় সে নিয়েই আলোচনা চলছে। যেহেতু এখন ফাঁকা কোনো জায়গা নেই তাই স্লট খোঁজা চলছে এই টুর্নামেন্টটিকে আয়োজন করার।