UEFA : চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
Champions League champions Real Madrid

The Truth of Bengal : ফের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে ১৫ তম চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলল স্পেনের টিম । এদিন রিয়াল মাদ্রিদের হয়ে দু গোল করেন কার্বাখাল ও ভিনিসিয়াস । দানি কার্বাখাল প্রথম গোলটি করেন খেলার ৭৩ মিনিটে। ভিনিসিয়াস গোল করেন ৮৩ মিনিটে। মাত্র ৯ মিনিটের ব্যবধানে এদিন কার্যত উড়ে গেল বরুশিয়া ডর্টমুন্ড ।
প্রথমে ৭০ মিনিটে জার্মানির ক্লাব ডর্টমুন্ড গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত গোল করে উঠতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে যে দাপট দেখালো রিয়াল মাদ্রিদ তাতেই ফের চ্যাম্পিয়ন। ফের জয়। ফের ট্রফি। চ্যাম্পিয়ন্স লিগে ১৮বার ফাইনালে উঠলেও ট্রফি জয় করল ১৫ বার। এবং তারপরেই তারা প্রমাণ করলো তারা ইউরোপের রাজা। এদিন খেলার প্রথম দিকে ডর্টমুন্ড দাপট বজায় রাখলেও শেষ পর্যন্ত তাদেরকে হারতে হয়। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই চ্যাম্পিয়ন্স লিগ এবার ৩২ বছরে পা রেখেছে। এদিন ম্যাচের প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি তবে দ্বিতীয়ার্ধে গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ এক গোলে এগিয়ে থাকার পরেও যখন দ্বিতীয় গোল ৮২ মিনিটে করেন ভিনিসিয়াস তখনই খেলার ফলাফল নিয়ে প্রায় নিশ্চিত হয়ে যান রিয়াল মাদ্রিদের সমর্থকরা ।