খেলা
বর্শা ছুড়ে সোনার লক্ষ্যভেদ করতে পারবেন কি সুমিত আন্তিল, উত্তরের অপেক্ষায় আপামর ভারতবাসী
Can Sumit Antil hit gold targets by throwing spears

Truth of Bengal,Mou Basu: প্যারিসের প্যারালিম্পিকের আসরে সূচনা অনুষ্ঠানে জাতীয় পতাকা বহন করবেন ভারতীয় প্যারা জ্যাভলিন খেলোয়াড় সুমিত আন্তিল। প্যারিস অলিম্পিকে জ্যাভলিন ফাইনালে সোনা জিততে পারেননি নীরজ চোপড়া। রুপো জেতেন তিনি।
নীরজের মতোই টোকিও প্যারালিম্পিকে বর্শা ছুড়ে সোনা জিতেছিলেন সুমিত আন্তিল। টোকিও প্যারালিম্পিকে ৩ বার বিশ্বরেকর্ড করেছিলেন তিনি। টোকিওতে ৬৮.৫৫ মিটার দূরত্বে বর্শা ছুড়ে রেকর্ড গড়েন সুমিত আন্তিল। ২০২৩ সালে প্যারা চ্যাম্পিয়নশিপে ৭০.৮৩ মিটার দূরে বর্শা ছুড়ে নতুন বিশ্বরেকর্ড গড়েন সুমিত আন্তিল।
প্যারা এশিয়ান গেমসেও সোনা জেতেন তিনি। পাশাপাশি আগের বিশ্বরেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন। যে ইভেন্টে সুমিত আন্তিল অংশ নেবেন সেখানে পায়ে প্রস্থেকটিক্স ব্যবহার করেন খেলোয়াড়রা। ২০১৫ সালে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় পা বাদ যায় সুমিতের।