খেলা

ফুটবল নয়, দেশের হয়ে যুদ্ধক্ষেত্রেই প্রাণ দিলেন বুগায়েভ

Bugaev died on the battlefield for his country, not football.

Truth Of Bengal: একটা সময় গোটা রাশিয়া জুড়ে তাঁর পরিচয় ছিল ফুটবলার হিসেবে। কিন্তু পরবর্তীতে ফুটবলার থেকে তিনি ক্ষণিকের জন্য পরিচিতি পেয়েছিলেন দেশের সৈনিক হিসাবে। তিনি হলেন রাশিয়ার প্রাক্তন ফুটবলার অ্যালেক্সি ইভানোভিচ বুগায়েভ।

প্রফেসনাল ফুটবল ছেড়ে দেওয়ার পর নেশার জগতে মিশে গিয়ে হারিয়ে যাওয়ার তালিকাটা কিন্তু কম বড় নয়। এই তালিকাতে স্থান রয়েছে বহু খ্যাতনামা প্রাক্তন ফুটবলারদের। বুগায়েভ-ও নিজের নামটা নথিভূক্ত করেছিলেন নেশার জগতে।

২০১০ সালে ফুটবলকে আলবিদা জানানোর পরই ধীরে ধীরে অন্ধকার জগতে প্রবেশ করেন রাশিয়ার এই ডিফেন্ডার। সেই অপরাধেই পুতিন প্রশাসনের কালো তালিকায় নাম জড়ায় তাঁর। গ্রেফতারও হন বুগায়েভ। রাশিয়ার আদালতে ৯ বছরের জন্য কারাদণ্ডও দেওয়া হয় তাঁকে।

কিন্তু ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের সময়ই দেশসেবার পরম সুযোগ এল বুগায়েভের সামনে। পুতিনের প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা যদি কেউ ইউক্রেনের যুদ্ধে নিজেদের সামিল করতে চায়, তাহলেই মিলবে কারাবাস থেকে মুক্তির উপায়।

ফুটবল পায়ে দেশ সেবার সুযোগ বেশি পাননি বুগায়েভ। তাই একে ৪৭ হাতে দেশের হয়ে যুদ্ধক্ষেত্রে লড়াই সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। চুক্তিপত্রে স্বাক্ষর করেই বুগায়েভ হাতে তুলে নিয়ে পৌঁছে গিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে।

কিন্তু যুদ্ধক্ষেত্রে এসেই চির ঘুমের দেশে পাড়ি দিয়েছেন তিনি। সংবাদসংস্থাকে রবিবার বুগায়েভের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর বাবা। ফুটবলের পাশাপাশি দেশের সৈনিক হিসাবেও এক অনন্য নজির গড়ে ইতিহাসের পাতায় নাম তুলে গেলেন বুগায়েভ।

Related Articles