খেলা

ড্র দিয়ে সমাপ্ত ব্রাজিল কলম্বিয়ার ম্যাচ

Brazil Colombia match ended in a draw

The Truth Of Bengal: কোপা আমেরিকায়  কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র জোগাড়  করল  ব্রাজিল। বুধবার ব্রাজিলের মুখোমুখি হয়েছিল কলম্বিয়া।   ম্যাচের ফলাফল  ১-১ গোলে শেষ হয়। ম্যাচে দু পক্ষই  প্রথমার্ধে গোল করে। দ্বিতীয়ার্ধে কোন দলই আর গোলের সুযোগ তৈরি করতে পারেনি।

কোয়াটার ফাইনালে উঠে এবার ব্রাজিলকে মুখোমুখি হতে হবে উরুগুয়ের । কোপা আমেরিকার গ্রুপ পর্ব শুরু করেছিল ব্রাজিল ড্র দিয়েই। দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে প্যারাগুয়েকে হারিয়েছিল ব্রাজিল । সেদিন প্যারাগুয়ের বিপক্ষে ৪ গোলে এগিয়ে থাকে ব্রাজিল। আর এদিন ব্রাজিল আক্রমণ প্রতি আক্রমণে চালায় ।আর এদিন ৮৩ মিনিটে গোলের সুযোগ নষ্ট করে কলম্বিয়া । হলুদ জার্সিধারিরা এদিন সেভাবে দাপট দেখাতে পারেনি ‌ ।

যখন ১২ মিনিট তখন ব্রাজিলের রাফিনহা ১ গোল করে । অপরদিকে সেই গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে কলম্বিয়া। শেষের আগে দানিয়েলের গোলে শোধ হয় ওই এক গোল । এরপর আর কোনরকম গোলের দেখা পাওয়া যায়নি দুদলের তরফ থেকে। চোটের জন্য নেইমার এই খেলাতে নেই। স্ট্যান্ডে বসে তিনি খেলা দেখছিলেন , আবার কখনো প্লেয়ারদেরকে ভরসাও জুগিয়ে যাচ্ছিলেন তিনি। ৭ মিনিটে হলুদ কার্ড দেখতে হয়েছে দলের অন্যতম আক্রমণের মূল ভরসা ভিনিসিয়াস জুনিয়র কে।

 

Related Articles