খেলা

বেতন না পেয়ে অনুশীলনে নামতে বিলম্ব সাদা-কালো ফুটবলারদের

Black and white footballers delay training due to unpaid salaries

Truth Of Bengal: আইএসএল-এ বেঙ্গালুরুর পর এবার ঘরের মাঠে মহমেডানের প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। সেই ম্যাচের আগেই মহমেডান শিবিরে অশান্তির কালো মেঘ। সূত্রের খবর অনুযায়ী দীর্ঘ প্রায় দুইমাস ধরে সাদা-কালো শিবিরের ফুটবলাররা কোনও বেতন পাচ্ছেন না। তাই তাঁরা মঙ্গলবার অনুশীলনে নামতে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু সেই জল নাকি বেশিদূর এগোয়নি। শেষ পর্যন্ত খেলোয়াড়দের অনুশীলনে নামতে রাজি করাতে আসরে নামেন ম্যানেজমেন্ট ও কর্তারা। তারপরই জল গলে।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করার কথা ছিল মহমেডানের। নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও খেলোয়াড়দের জন্য অপেক্ষা করতে থাকেন কোচ, সহকারী কোচ ও সাপোর্ট স্টাফরা। কিন্তু খেলোয়াড়রা মাঠে আসেননি। বিশেষ সূত্রের খবর এরপরই সাদা-কালো শিবিরের পক্ষ থেকে তাদের সিইও আসরে নামেন। তিনি কথাও বলেন খেলোয়াড়দের সঙ্গে। তারপরই জল গলে।

উল্লেখ্য, চলতি আইএসএল-মহমেডান এবারই প্রথম খেলছে। পয়েন্ট টেবিলের খুব একটা ভাল জায়গায় না থাকলেও, আগের ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে অঘটন ঘটিয়ে দিয়েছে কাশিমভ, অ্যালেক্সিসরা। বুধবার চেন্নাইয়ের বিপক্ষে হোম ম্যাচে মাঠে নামবে মহমেডান। তার আগে খেলোয়াড়দের এমন প্রতিবাদের প্রভাব ম্যাচে পরে কি না তা সময়ই বলবে।

Related Articles