
The Truth Of Bengal : দেশের হয়ে হেড কোচের পদে কি দেখা যেতে চলেছে হরভজন সিং কে? সেই নিয়ে জল্পনা বর্তমানে তুঙ্গে! সাথে সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল সেই খবরে। তবে জানিয়ে রাখা ভালো এখনই হরভজন সিং এই পদে যুক্ত হয়ে যাননি, শুধুমাত্র তাঁর এই বিষয়ে নিজের ইচ্ছে প্রকাশ করেছেন। এবং এও জানা গিয়েছে যে বিসিসিআই সম্প্রতি পুরুষদের জাতীয় দলের প্রধান কোচের পদের জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং শুরু করেছেন অ্যাপ্লিকেশন ভরার প্রক্রিয়া। আর সেখানেই হরভজন তাঁর ইচ্ছের কথা জানান।
তবে কি সত্যিয় এবার সুনিল দ্রাভিদের পর এবার ভাজ্জিকে দেখা যেতে চলেছে ব্লু আর্মির কোচ হিসেবে? তা অবশ্য সময়ের অপেক্ষা। তবে নতুন কোচ কে হতে চলেছে সেই নিয়ে উদ্বিগ্ন ফ্যানেরা। কারণ বিসিসিআই সূত্রে জানা গিয়েছে নতুন কোচের নিয়োগ সম্পূর্ণ করতে হবে চলতি বছরের জুলাই মাস শুরু হওয়ার আগেই। যাতে জুলাই মাসের ১ তারিখ থেকে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পযন্ত বহাল থাকবে। এবং যা আসলেই পরবর্তী ৫০-ওভারের বিশ্বকাপ কভার করবে। সুতরাং এই কোচ নির্বাচন নিয়ে ঠিক কতটা তৎপর বিসিসিআই তা বলাইবাহুল্য।