খেলা

এশিয়ান কাপের জন্য ভারতীয় টিমে রয়েছেন বাংলার ডিফেন্ডার শুভাশিস বসু

Bengal defender Subhasish Bose is in the Indian team for the Asian Cup

The Truth Of Bengal : এশিয়ান কাপের জন্য দোহাতে প্রস্তুতি সারছে ভারতীয় ফুটবল টিম। এবারের দলে এমন কয়েকজন খেলোয়াড় রয়েছে যারা ২০১৯ সালে এশিয়ান কাপে ছিলেন। তার মধ্যে অন্যতম শুভাশিস বসু। বাংলার ডিফেন্ডার এশিয়ান কাপের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভাশিস বলেছেন এশিয়ান কাপ সব থেকে বড় প্রতিযোগিতা ও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই তারা প্রত্যেকে এখানে থাকতে পেরে খুবই খুশি।

দোহায় কয়েকটি অনুশীলন পর্ব সেরেছেন তারা, প্রাকটিসে প্রত্যেকে নিজেদের সেরাটা দিচ্ছে, ও ম্যাচেও তাই হবে। প্রতিপক্ষ যেই হোক না কেন, ফলাফল যাই হোক না কেন, সেরাটা দেবেন বলেই উল্লেখ করেছেন সুভাশিষ। এ প্রসঙ্গে স্টিম্যাচ বলেছেন ,  এই গ্রুপ গত বারের থেকে অনেক কঠিন। ভাল পারফরম্যান্স উপহার দিতে চাই এবং গোটা প্রতিযোগিতা জুড়ে একই রকম ছন্দে খেলতে চায়।

এশিয়ান কাপের জন্য দলে্র ছেলেদের উপর কোনও চাপ দিচ্ছেন না তিনি। এমনটাই জানিয়েছেন। ওদের বলেছি ভয় না পেয়ে  ফুটবল খেলার দিকেই নজর দিতে বলেছেন কোছ। আসলে পারফরম্যান্সটাই সবকিছু। এবার 26 জনের দল নিয়ে গিয়েছেন কোচ। চোটের কারণে কোনো কোনো খেলোয়াড় কে ছাড়ায় যেতে হয়েছে।‌ ভারতীয় এবার ভালো পারফর্ম করার দিকেই নজর রাখছে। সেই বিষয়ই যেন উঠে এসেছে শুভাশিস কথাতেও।

 

FREE ACCESS

 

Related Articles