খেলা
Trending

জার্মান লিগ জয় বায়ার লেভারকুসেনের

Bayer Leverkusen won the German league

The Truth Of Bengal: প্রথমবার বুন্দেশলিগা জিতে ইতিহাস তৈরি করল  বায়ার লেভারকুসেন । এদিন বায়ার লেভারকুসেনের বিপক্ষে ছিল অগসবুর্গ । ২-১ গোলে জয়ী হয় দল ।  বুন্দেশলিগা অর্থাৎ জার্মানি লিগ  জয় আগেই নিশ্চিত করেছিল এই ক্লাবটি। ৩৪ টি ম্যাচ খেলে ২৮ টি  তে জয় লাভ করেছে তারা । এরমধ্যে ছয়টি ম্যাচ অমিমাংসিত থেকেছে। তাছাড়া লিভারকুসেন চলতি মরসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ টি ম্যাচে অপরাজিত যা ইউরোপের কোন লীগে এমন নজির তৈরি হয়নি।

ম্যাচের বয়স যখন ১৩ মিনিট তখন গোল করে এগিয়ে দেন ভিক্টর বোনিফেস । পরের গোল হয় ম্যাচের ২৭ মিনিটে অর্থাৎ প্রথমার্ধে যে দু গোলে এগিয়ে যায় লেভারকুসেন সে গোল আর শোধ করে উঠতে পারেনি বিপক্ষ টিম অগসবুর্গ। তবে অগসবুর্গ যে একটি গোল শোধ করেন তার নেপথ্যে রয়েছে মার্ট কোমুর। তখন খেলা চলছে ৬২ মিনিটে । আর একটি যে গোল বাকি ছিল তা আর করতে পারেনি অগসবুর্গ ।

লিগের শেষ দিনে নিজেদের মাঠে অগসবুর্গের বিপক্ষে ম্যাচ শেষে হাতে  ট্রফি আসায় খুশি গোটা দল ।এই জয় লাভ করার পর  জার্মান ডিফেন্ডার টাহ বলেছেন,  এই লেভারকুসেন দলের অংশ হতে পেরে তিনি  গর্বিত।  জিততে পেরে তিনি  খুব খুশি বলেই জানিয়েছেন।

 

Related Articles