খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা বাংলাদেশের, শাকিবের সঙ্গে বাদ তামিমও

Bangladesh's Champions Trophy team announced, Tamim also dropped along with Shakib

Truth Of Bengal : আগামী আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রবিবার ১৫ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড শাকিব ও তামিমের পাশাপাশি এবার এই দল থেকে বাদ পড়লেন টাইগারদের অভিজ্ঞ উইকেটরক্ষক ও ব্যাটার লিটন দাস। লিটনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার।

কেন লিটনকে বাদ দেওয়া হল সেই প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি লিটনের পারফরম্যান্স যথেষ্ট হতাশাজনক। সর্বশেষ ৭ ইনিংসে দুই অঙ্কের রানও ঝুলিতে পুড়তে ব্যর্থ হয়েছেন লিটন। তাঁর ব্যাট থেকে সর্বশেষ অর্ধশতরান এসেছিল ২০২৩-র বিশ্বকাপে পুনাতে অনুষ্ঠিত ভারতের বিপক্ষে ম্যাচে। সেই কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নির্বাচকদের খাড়ার কোপ পড়ল লিটনের ওপর।

বাংলাদেশের ঘোষিত এই দলে বোলিং বিভাগটাও যথেষ্ট শক্তিশালী করার জন্য নেওয়া হয়েছে চারজন পেসার-ও। এঁরা হলেন তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান। তামিমের মতো দল থেকে বাদ পড়েছেন শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদ-ও।

এক নজরে দেখে নেওয়া যাক, বাংলাদেশের ঘোষিত ১৫ সদস্যের দল –নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহিদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলি, তানজিদ হাসান, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ এবং পারভেজ হোসেন।

 

Related Articles