খেলা

অ্যাওয়ে ম্যাচে চেন্নাইকে হারাতে মরিয়া আনোয়ার-জিকসনরা

Anwar-Jicksons are desperate to beat Chennai in the away match

Truth Of Bengal: আগামী শনিবার আইএসএল-র অ্যাওয়ে ম্যাচে লাল-হলুদ ব্রিগেড মুখোমুখি হবে চেন্নাইয়িনের। আগের ম্যাচে নর্থ-ইস্টকে ঘরের মাঠে জয়ের ফলে ইস্টবেঙ্গলের হারানো আত্মবিশ্বাস এখন অনেকটাই ফিরে এসেছে গোটা দলে। এই আত্মবিশ্বাসকে ধরে রেখেই চেন্নাইয়িন ম্যাচে মাঠে নামতে চান অস্কার।

বৃহস্পতিবার বিকেলে যুবভারতীর অনুশীলন গ্রাউন্ডে দলের ফুটবলারদের নিয়ে চেন্নাই ম্যাচের মহড়া সেরে নিলেন লাল-হলুদের প্রধান কোচ। অনুশীলনে ডিফেন্ডারদের দিকে বাড়তি নজর দিলেন অস্কার। হাত ধরে আনোয়ারদের বুঝিয়ে দিলেন কোথায় দাঁড়াতে হবে, কিভাবে বিপক্ষদের খেলোয়াড়দের আটকাতে হবে। এদিন অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল ক্লেটন-সৌভিক-বিষ্ণু-তালাল-জিকসনদের। এদিন অনুশীলনে অনুপস্থিত ছিলেন ডিফেন্ডার হেক্টর ইউস্তে।

অনুশীলনের পরই সাংবাদিকদের মুখোমুখি হন লাল-হলুদের হেডস্যার। সেখানে অস্কার জানান, এখন আমাদের একটাই রাস্তা জয়। কাজেই জয়ের জন্য আমরা চেন্নাইয়িনের বিপক্ষে মাঠে নামব। চেন্নাইয়িনকে হারাতে পারলে ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলের দু ধাপ ওপরে উঠে আসবে। এইভাবেই এখন ম্যাচ বাই ম্যাচ ধরে এগোতে চাইছেন অস্কার।

পাশাপাশি আগের ম্যাচে দূরন্ত খেলা উইঙ্গার পিভি বিষ্ণুর ভূয়সী প্রশংসাও শোনা গেল অস্কারের মুখে। শনিবারের ম্যাচে নন্দ, মহেশদের পাবে দল, সেক্ষেত্রে কি বিষ্ণুকে রিজার্ভে থাকতে হবে কি না জানতে চাইলে, সেই ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত কিছু নেননি বলেই জানালেন অস্কার।

এদিকে হিজাজি-সহ আরও দু তিন জন খেলোয়াড় ইতিমধ্যেই তিনটি হলুদ কার্ড দেখে আছেন। সেক্ষেত্রে চেন্নাই ম্যাচে কার্ড দেখলেই পরের ম্যাচে ওড়িশার বিপক্ষে তাঁদের পাবে না দল। এই ব্যাপারে জানতে চাইলে, লাল-হলুদের হেডস্যার বলেন, ফুটবলে এই বিষয়গুলি অতি সাধারণ। যদি এমন সমস্যা হয়, সেক্ষেত্রে রিজার্ভ বেঞ্চে যাঁরা আছেন, আমি আশা করব, তাঁরা এই সুযোগ কাজে লাগাবেন।

অস্কারের মতো আত্মবিশ্বাসী দেখা গেল দলের মিডিও জিকসন সিংকেও। জিকসন বলেন, দল এখন জয়ে ফিরেছে। এই ধারাটাই আমাদের যেনতেন প্রকারেন বজায় রাখতে হবে। চেন্নাই ভাল দল, তবে আমরাও আমাদের সেরাটা দিয়ে ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলতে চাই। এখন দেখা যাক ঘরের মাঠে জয়ের ধারা অস্কারের দল অ্যাওয়ে ম্যাচেই বজায় রাখতে পারে কি না, তা সময়ই বলবে।

Related Articles