
The Truth of Bengal: জুন মাসে তৃতীয় রাউন্ডের জন্য খেলতে নামবে ভারতীয় ফুটবল টিম। এই ম্যাচের জন্য ২৬ জন ফুটবলারের নাম ঘোষনা করেছেন জাতীয় কোচ ইগর স্টিম্যাচ। যেখানে সুযোগ পাননি মোহনবাগান ও মুম্বাই সিটি এফসির কোন খেলোয়াড়ই। এদিকে ইস্টবেঙ্গলেরও কোন খেলোয়াড় সুযোগ পাননি। যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারত মুখোমুখি হতে চলেছে কুয়েতের। সেই ম্যাচের আগে ৪ সপ্তাহ আগে প্রস্তুতি শিবির হবে ভারতীয় দলের। ভুবনেশ্বরে সেই জাতীয় শিবির হতে চলেছে বলে জানা গিয়েছে। ভুবনেশ্বর থেকে ২ জুন কলকাতায় পা রাখবে ভারতীয় দল , তার চারদিন পরেই ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ম্যাচ খেলতে নামবে ভারত।
মুখোমুখি হবে কুয়েতের। এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ভারতীয় টিমের কাছে কারণ এর আগে ফিফা ক্রম তালিকার আরো নীচে নেমেছে ভারতীয় ফুটবল দল। এদিকে এই ম্যাচের জন্য ২৬ জন ফুটবলারের নাম ঘোষনা করেছেন জাতীয় কোচ ইগর স্টিম্যাচ। যেখানে সুযোগ পাননি মোহনবাগান ও মুম্বই সিটি এফসির কোন খেলোয়াড়ই । এদিকে ইস্টবেঙ্গলেরও কোন খেলোয়াড় সুযোগ পাননি। অনেক ভাবনা চিন্তা করে এই দল ঘোষণা করতে হয়েছে ইগর স্টিম্যাচকে।
যেহেতু এর আগে আফগানিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতীয় ফুটবল টিমকে ।তার ফলেই এই পতন। আফগানিস্তানের কাছে এর আগে ১-২ গোলে হারতে হয়েছে ভারতকে। স্টিম্যাচ আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত কে বিশ্বকাপ খেলানোর জন্য এশিয়ান বাছাইয়ের তৃতীয় রাউন্ডে তুলবেন। তা না করতে পারলে তিনি পদে ইস্তফা দেবেন । সরে যাবেন পদ থেকে। কিন্তু তাতে সমাধান অধরায় থেকে গেল। তবে সেই সমাধান এবার যাতে হয় সেদিকেই নজর রেখেছে কোচ ইগর স্টিম্যাচ ।