রাজনীতি

খালিস্থানি মন্তব্যে প্রধান মন্ত্রীকে টুইট রাজ্যের দুই মন্ত্রীর

Two ministers of the state tweeted the Prime Minister on Khalistani's comments

The Truth of Bengal: আইপিএস অফিসার কে খালিস্থানি মন্তব্যে ৯৬ ঘণ্টা পার হয়ে গেলেও ক্ষমা চাওয়া হয়নি বিজেপির তরফের থেকে। এমনি অভিযোগ করে প্রধান মন্ত্রীকে টুইট করেন রাজ্যের দুই মন্ত্রী ডঃ শশী পাঁজা, ও চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি টুইট করে বলেন, “96 ঘন্টা অতিবাহিত হয়েছে এমনকি WB গভর্নরের কাছে একটি চিঠিও জমা দিয়েছে শিখ সম্প্রদায়! তবুও, কোনো ব্যবস্থা নেই, কোন ক্ষমা  নেই,এর মানে কি আপনি শিখ সম্প্রদায়ের এই জঘন্য অপমানকে সমর্থন করছেন?”

নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডঃ শশী পাঁজা তিনি টুইট করে বলেন, “6 ঘন্টা  পেরিয়ে গেছে, এখনও এর অসম্মানজনক খালিস্তানি অপবাদ রয়ে গেছে অবধান,এমনকি ভবানীপুর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে,ক্ষমা কোথায়? জবাবদিহিতা কোথায়? লজ্জা কোথায়?”

প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্দেশখালিতে গিয়েছিল বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধি দল। সেই সময় এক শিখ আইপিএস অফিসারকে লক্ষ্য করে ‘খলিস্তানি’ মন্তব্য করা হয় বলে অভিযোগ। সন্দেশখালি তে কর্তব্য পালন করতে গিয়েছিলেন আইপিএস অফিসার যশপ্রিত সিং। সেখানেই তাকে বিজেপি খালিস্থানি বলে মন্তব্য করেন। এবং  তারা কেউ একবারও ভুল স্বীকার বা দুঃখ প্রকাশ করেননি। বরং আইপিএসের সঙ্গে তর্ক জুড়ে দেন। এ থেকেই বোঝা যায় যে তারা এই শব্দের ব্যবহার করেছেন। ওই বিতর্কের রেশ রাজ্য পেরিয়ে জাতীয় স্তরে পৌঁছয়। পৌঁছয় পঞ্জাবেও। খালিস্তানি-মন্তব্যের প্রতিবাদে কলকাতায় মুরলীধর সেন লেনে বিজেপির দফতরের সামনে  বিক্ষোভও দেখান শিখ ধর্মাবলম্বীরা।

Related Articles