রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় ,পানাগড়ে তৃণমূলের মিছিল…
Trinamool's Protest March At Panagarh

The Truth Of Bengal: রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা এবং ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে পানাগড়ে প্রতিবাদ মিছিল। শনিবার বিকালে ৪টা থেকে পানাগড়ের রেলপাড়ে অনুষ্ঠিত হলো তৃণমূলের প্রতিবাদ মিছিল।
এদিন পানাগড়ের অনুরাগপুর থেকে রেলপাড়ের অগ্রগামী ক্লাব পর্যন্ত অনুষ্ঠিত মিছিলে কয়েকশো তৃণমূলের কর্মী সমর্থক একত্রিত হয়েছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের সহ সভাপতি হিরন্ময় ব্যানার্জি,পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের কিষান ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য,জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী স্বপ্না বৈদ্য,কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা,ব্লকের সাধারণ সম্পাদক সন্দীপ মহল,কাঁকসা ব্লকের হিন্দি প্রকোস্ট সংগঠনের ব্লক সভাপতি কুলদীপ সিং সহ অন্যান্যরা।
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরে নির্দেশে দিকে দিকে চলছে এই প্রতিবাদ মিছিল। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে মমতা বলেছিলেন, এবারেও যদি কেন্দ্রের তরফে কোন পদক্ষেপ না নেওয়া হয় তবে বৃহত্তর আন্দোলনে নাম্বে তৃনমূল। কার্যত এবার সেই পথেই হাঁটছে তৃনমূল কংগ্রেস।
Free Access